Friday, November 14, 2025

সাগরদিঘী জয়ী বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা শেষ হতে চলেছে! রাজভবন সূত্রে জানা গিয়েছে, স্পিকারের ওপরেই দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিধানসভাই স্থির করবে কবে সাগরদিঘির জয়ী কংগ্রেস সদস্যের শপথ গ্রহণ হবে।
এই বিষয়ে সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর কাছে কোনও নির্দেশ আসেনি। এখনও পর্যন্ত কোনও চিঠিও আসেনি। এদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হলেও রাজভবন থেকে কোনও চিঠি আসেনি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।

গত ২ মার্চ কংগ্রেসের টিকিটে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “যত দ্রুত সম্ভব শপথ করানো হবে। পরিষদীয় দফতরকে চিঠি পাঠিয়েছেন। আমার কাছে আসেনি সে চিঠি। কাল যদি আমার কাছে চিঠি আসে, আমি পরশু শপথ করিয়ে দিতে পারি।”
স্পিকারের বক্তব্য অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে বুধবার হতে পারে বায়রনের শপথ।
সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন, তা স্থির করার সিদ্ধান্ত নিয়ে থাকেন রাজ্যপাল। তিনি নিজে করাতে পারেন অথবা স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর জন্য দায়িত্ব দিতে পারেন। আবার কখনও তিনি চাইলে ডেপুটি স্পিকারকেও দায়িত্ব দিতে পারেন। সাধারণভাবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকারকে দায়িত্ব দিয়ে থাকেন রাজ্যপাল। তবে কখনও কখনও ব্যতিক্রম হয়।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version