Monday, August 25, 2025

একের পর এক তারিখে পিছিয়ে শেষ পর্যন্ত ২১ মার্চ সুপ্রিম কোর্টে ছিল DA মামলার শুনানি। কিন্তু সেটাও পিছিয়ে গেল। এই নিয়ে পাঁচ বার পিছলো ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী শুনানি ১১ এপ্রিল।

ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল ৫ ডিসেম্বর। কিন্তু সেদিন শুনানি হয়নি। এরপর তিনবার শুনানির পিছোয়। অবশেষে মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হল। এদিন বেলা ১২ টা নাগাদ বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলা ওঠে। মামলাটি ৫৩ নম্বরে নথিভুক্ত ছিল। বিচারপতিরা জানান, শেষ দুটি ‘আইটেম’ অর্থাৎ ৫২ এবং ৫৩ নম্বর কেস তাঁরা শুনতে চান। কিন্তু বিভিন্ন পক্ষের আইনজীবীরা জানান, তাঁদের কিছুটা সময় লাগবে। তখন আদালত আগামী মঙ্গলবার শুনানির প্রস্তাব দেয়। সেইসময় কয়েকজন আইনজীবী তারও পরের মঙ্গলবার শুনানির আবেদন জানান। তখন ১১ এপ্রিল ডিএ মামলার শুনানির কথা জানায় শীর্ষ আদালত।

আরও পড়ুন:বাগনানে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকায় ধা*ক্কা বাসের, মৃ*ত ৩


 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version