Monday, May 12, 2025

ওড়িশা থেকে ফিরে বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী

Date:

Share post:

গরু পাচার মামলায় আপাতত দিল্লির তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তবে তার অনেক আগে থেকেই বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশা থেকে ফিরে আগামী শুক্রবার বীরভূম জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এর আগে বীরভূমে গিয়ে তিনি জানিয়েছিলেন, সাংগঠনিক ভাবে তিনি নিজেই এই জেলা দেখবেন। ফলো অনুব্রতহীন বীরভূমের নেতাদের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, আগামী শুক্রবার দলনেত্রী বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন, সে ক্ষেত্রে উপস্থিত থাকবেন জেলার দশ বিধায়ক এবং দুই সাংসদ। এ ক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাওয়ার আগে দল কীভাবে প্রস্তুত হবে, কী ধরনের কৌশল অবলম্বন করবে, সে বিষয়ে দিকনির্দেশ বা রূপরেখা তৈরি হতে পারে ।

এর আগে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে গত রবিবার ভার্চুয়ালি বৈঠক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেখানে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় সহ বিভিন্ন ইস্যুতে জেলা নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শিয়রে পঞ্চায়েত ভোট। গত শুক্রবার কালীঘাটে তৃণমূল সাংসদ, বিধায়ক ও প্রথমসারির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যখন বিভিন্ন জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তখন ফের একবার মমতা জানান বীরভূম তিনি নিজে দেখবেন। পাশাপাশি প্রতি শুক্রবার বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন।

 

spot_img

Related articles

দুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার...

অভিনব উদ্যোগ রাজ্য পুলিশের, সোশ্যাল প্ল্যাটফর্মে ক্রাইম থ্রিলার

রাজ্য পুলিশ(Wb Police) প্রতিদিন নানা ধরনের অপরাধের কিনারা করছে আবার অনেক ক্ষেত্রে কিনারা করা একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।...

চিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

প্রতিরক্ষায় পাকিস্তান যে পুরোপুরিভাবে চিনের উপর নির্ভরশীল ফের একবার প্রমাণ করে দিল ভারতীয় সেনা (Indian Army)। আকাশপথে ভারতের...

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, শোক প্রকাশ রাষ্ট্রপতির

ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে ট্রাক ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশিরভাগই শিশু ও...