বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শোভাবাজারে একটি ফ্যামিলি স্পা (Family Spa)। বুধবার, সকালে প্রথমে বাড়ির একতলার ফ্যামিলি স্পাটিতে আগুন লাগে। পরে ছড়িয়ে পড়ে বাড়ির পিছন দিকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন (Engine)। যান ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী এবং পুলিশ (Police)। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

ফ্যামিলি স্পা-তে হঠাৎ আগুন লাগায় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও পুলিশ। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। স্পা মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন- তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফের ডিআরএস-বিতর্ক, কুলদীপের ওপর রেগে লাল রোহিত
