Sunday, January 11, 2026

“একদল ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে”, বিধায়ক মনোরঞ্জনের নিশানায় কারা?

Date:

Share post:

ডিএ (DA Issue) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন এবং নিয়োগ দু*র্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর (Manoranjan Byapari) একটি ফেসবুক পোস্ট (Facebook Post) নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) মনোরঞ্জনবাবু লেখেন, ”একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘি কম আছে। আরও ঘি ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি আর লড়ব। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।”

এই ”পোলাও মাংস খাওয়া লোক” বলতে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ঠিক কাদের নিশানা করতে চেয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া শাসক দলের কিছু নেতা-কর্মী তাঁর নিশানায়। আবার আরেক দল মনে করছে, তৃণমূল বিধায়কের নিশানায় ডিএ আন্দোলনকারীরা।

যখন তাঁর এই পোস্ট নিয়ে শোরগোল শুরু হয়েছে, ঠিক তখন মনোরঞ্জন ব্যাপারী নিজে কী ব্যাখ্যা দিলেন? তৃণমূল বিধায়কের কথায়, ”গোটা ভারত দেশটা এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল লোকের হাতে সব কিছু আছে তবুও তারা আরও চাই আরও চাই করছেন। এর মধ্যে সব ধরনের লোক আছেন, ব্যবসায়ী থেকে রাজনীতবিদ, আরও নানা ধরনের লোক আছে। কিন্তু, অন্য স্তরের লোকের হাতে কিছু নেই। এদের মধ্যে আছে খেটে খাওয়া মানুষ, শহরের ফুটপাতে থাকা মানুষ। এরা সামনে এসে নিজেদের কথা বলতে পারে না। অথচ তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। আমি তাদের হয়েই কথা বলেছি। যাদের অনেক আছে, তাদের আরও চাই-ই বিপদ ডেকে আনছে।”

ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের উদ্দেশে করে বলছেন কিনা সেই প্রশ্নে বিধায়ক বলেন, ”যে যার মতো করে ভেবে নিচ্ছে। তাতে আমার কিছু যায় আসে না। আমি নির্দিষ্ট করে কোনও একটি স্তরের মানুষকে আক্রমণ করে কথাটি বলিনি। আমি বলেছি সমাজের সেই এক শতাংশকে যাদের হাতে মোট সম্পদের ৭৩ শতাংশ কুক্ষিগত আছে।”

 

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...