Wednesday, December 3, 2025

“একদল ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে”, বিধায়ক মনোরঞ্জনের নিশানায় কারা?

Date:

Share post:

ডিএ (DA Issue) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন এবং নিয়োগ দু*র্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর (Manoranjan Byapari) একটি ফেসবুক পোস্ট (Facebook Post) নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) মনোরঞ্জনবাবু লেখেন, ”একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘি কম আছে। আরও ঘি ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি আর লড়ব। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।”

এই ”পোলাও মাংস খাওয়া লোক” বলতে হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ঠিক কাদের নিশানা করতে চেয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। নেটিজেনদের একাংশের দাবি, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া শাসক দলের কিছু নেতা-কর্মী তাঁর নিশানায়। আবার আরেক দল মনে করছে, তৃণমূল বিধায়কের নিশানায় ডিএ আন্দোলনকারীরা।

যখন তাঁর এই পোস্ট নিয়ে শোরগোল শুরু হয়েছে, ঠিক তখন মনোরঞ্জন ব্যাপারী নিজে কী ব্যাখ্যা দিলেন? তৃণমূল বিধায়কের কথায়, ”গোটা ভারত দেশটা এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল লোকের হাতে সব কিছু আছে তবুও তারা আরও চাই আরও চাই করছেন। এর মধ্যে সব ধরনের লোক আছেন, ব্যবসায়ী থেকে রাজনীতবিদ, আরও নানা ধরনের লোক আছে। কিন্তু, অন্য স্তরের লোকের হাতে কিছু নেই। এদের মধ্যে আছে খেটে খাওয়া মানুষ, শহরের ফুটপাতে থাকা মানুষ। এরা সামনে এসে নিজেদের কথা বলতে পারে না। অথচ তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। আমি তাদের হয়েই কথা বলেছি। যাদের অনেক আছে, তাদের আরও চাই-ই বিপদ ডেকে আনছে।”

ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের উদ্দেশে করে বলছেন কিনা সেই প্রশ্নে বিধায়ক বলেন, ”যে যার মতো করে ভেবে নিচ্ছে। তাতে আমার কিছু যায় আসে না। আমি নির্দিষ্ট করে কোনও একটি স্তরের মানুষকে আক্রমণ করে কথাটি বলিনি। আমি বলেছি সমাজের সেই এক শতাংশকে যাদের হাতে মোট সম্পদের ৭৩ শতাংশ কুক্ষিগত আছে।”

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...