ফের কাঁপল রাজধানী , আত*ঙ্ক বাড়ছে দিল্লিতে !

রাজধানীতে কম্পনের মাত্রা প্রথমে বেশি থাকলেও, পরে তা ধীরে ধীরে কমে। প্রথমে তীব্রতা ছিল ৭.৭, পরে হয় ৬.৬। এখনও পর্যন্ত ক্ষ*য়ক্ষ*তির কোনও খবর নেই।

২৪ ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্পে (Earthquake in Delhi)কেঁপে উঠল রাজধানী দিল্লি। এবার রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ল ২.৭ ( Magnitude Earthquake)। সূত্রের খবর বিকেল ৪টে নাগাদ ফের কম্পন অনুভব করেন দিল্লিবাসী (Delhi People)। যদিও বড় কোনও দুর্ঘ*টনার খবর মেলেনি। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতের কম্পনের পর থেকেই আফটার শকের আশঙ্কা করছিলেন শহরের বাসিন্দারা। বিকেলের মৃদু কম্পনে কিছুটা হলেও আতঙ্কে দিল্লিবাসী। উৎসস্থল পশ্চিম দিল্লি।

৪৫ সেকেন্ডের কম্পনের স্থায়িত্ব রীতিমতো নাড়িয়ে দিয়েছে দিল্লিবাসীকে। মঙ্গলবার রাত ১০ টা বেজে ২১ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লি (Tremor in Delhi)। কিছুক্ষণের মধ্যেই জানা যায় কম্পন অনুভূত হয়েছে নয়ডা, গুরগাঁ, হরিয়ানা, জম্মুতেও। ব্রেকিং নিউজ জানান দেয়, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্থান, এমনকী, চিনও অনুভব করেছে কম্পন। উৎসস্থল ছিল আফগানিস্তান। রাজধানীতে কম্পনের মাত্রা প্রথমে বেশি থাকলেও, পরে তা ধীরে ধীরে কমে। প্রথমে তীব্রতা ছিল ৭.৭, পরে হয় ৬.৬। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। যদিও দিল্লি জনবসতিপূর্ণ এলাকায় ততক্ষণে আতঙ্কে রাস্তায় নেমে পড়তে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।

 

Previous articleমনীষা কোথায়! প্রশ্ন তুলে বাম জমানার নিয়োগ কেলেঙ্কারি ফাঁস তৃণমূলের
Next article“একদল ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে”, বিধায়ক মনোরঞ্জনের নিশানায় কারা?