স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্যের

জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করতে উদ্যোগী হল রাজ্য। বিশেষ করে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গুলোতে চিকিৎসকের সংখ্যা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওই সব হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বাড়াতে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ডাক্তারির স্নাতোকত্তরের পড়ুয়াদের জেলায় জেলায় পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা ওই সব হাসপাতালে রোগী দেখার পাশাপাশি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আধুনিক পরিকাঠামো ব্য়বহার করে হাতেকলমে আধুনিক চিকিত্সা বিজ্ঞানের পাঠ নেবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা মজবুত করার ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই উদ্দশ্যে জেলায় জেলায় একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে চিকিৎসকের অভাব। সেই সমস্যা মেটাতে আগেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুয়ারে চিকিৎসক কর্মসূচিতে শহরেরে নামী হাসপাতালের চিকিৎসকদের গ্রামে পাঠানো হচ্ছে শিবির করে চিকিৎসা করার জন্য। এবার জেলার হাসপাতালে ডাক্তারের সংখ্যা বাড়াতে ডাক্তারি পড়ুয়াদের সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য।

আরও পড়ুন- কন্যার জন্য মন খারাপ, জেলে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত!

Previous articleবকখালিতে যুবতী খু*ন! দোষীকে চরম সাজা শোনাল আদালত?
Next articleপ্রাপকদের হাতে পদ্মসম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি, সম্মানিত হলেন বাংলার প্রীতিকণা-মঙ্গলাকান্তি-ধনিরাম