Tuesday, May 13, 2025

পূর্ব ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ-মেরামতির উৎকর্ষ কেন্দ্র হবে রাজ্যে

Date:

Share post:

পূর্ব ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও মেরামতির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে পশ্চিমবঙ্গকে (West Bengal)। ব্রিটিশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কৌশল সম্পর্কে পড়ুয়া এবং গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষিত করে তুলতে এই কেন্দ্রটি গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে কোলাঘাটের (Kolaghat) সরকারি পলিটেকনিক কলেজে এই উৎকর্ষ কেন্দ্রটি গড়ে হবে বলে জানিয়েছেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের সচিব অনুপকুমার আগরওয়াল। সম্প্রতি কলকাতায় ব্রিটিশ হাই কমিশনার এবং রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই যৌথ উদ্যোগে এই উৎকর্ষক কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান,২০২১ সালে দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেই ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা স্তরে ই ভেহিকেল সংক্রান্ত পাঠ্যক্রম চালু করা হয়। প্রথম ব্যাচের ছাত্ররা বর্তমানে টাটা মোটরসে কর্মরত রয়েছে।

এই উৎকর্ষ কেন্দ্র তৈরির মাধ্যমে নতুন কর্মীদের পাশাপাশি বর্তমানে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও মেরামতির বিষয়ে দক্ষ করে তোলা হবে। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৬টি নিজেদের বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতি প্রকাশ করেছে। রাজ্যে ২০২১ সালে এই নীতি তৈরি হওয়ার পর থেকে ১৬ হাজারের কিছু বেশি বৈদ্যুতিক গাড়ি নথিভুক্ত হয়েছে। রাজ্য সরকার আগামী পাঁচ বছরে ১০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি এবং এক লক্ষ সরকারি বেসরকারি চার্জিং স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে।

 

spot_img

Related articles

মাথার দাম ১০ লক্ষ! বিহার থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

খালিস্তানি জঙ্গিদের নিধনে বিদেশে সাফল্য পাওয়া সম্ভব নয়, কার্যত স্পষ্ট ভারতের গোয়েন্দা বিভাগের কাছে। অন্যদিকে ভারতের গোয়েন্দা বিভাগের...

বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে নতুন শক্তি নীতি রাজ্য সরকারের

বিদ্যুতের বিপুল চাহিদা(Electric Demand) বৃদ্ধির দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে সামনে রেখে রাজ্য সরকার(State Govt) নতুন  শক্তি নীতি তৈরি করতে চলেছে।...

ফের কলকাতা বিমান বন্দরে ভুয়ো বোমাতঙ্ক! আটক এক যাত্রী

ফের কলকাতা(kolkata) বিমান বন্দরে(Air Port) ভুয়ো বোমাতঙ্ক(Bomb Threat)। মঙ্গলবার দুপুর দেড়টায় মুম্বইগামী ফ্লাইট ইন্ডিগো বিমানে(Indigo Airlines) বোমা রাখা...

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...