Wednesday, December 17, 2025

নিয়োগ দুর্নী*তির সূত্রপাত বাম আমলেই ! প্রকাশ্যে ২০০৯-১০-এর CAG রিপোর্ট

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির সূত্রপাত বাম আমলেই। বাম আমলে চিরকুটে চাকরির তৃণমূলের অভিযোগের এবার প্রমাণ মিলল ক্যাগের রিপোর্টে। বৃহস্পতিবার, সামনে এসেছে বহুচর্চিত ২০০৯-১০ সালের ক্যাগের রিপোর্টের একটি অংশ। এই রিপোর্ট প্রকাশ হয়েছে ২০১৬-তে। ওই রিপোর্টেই পরিষ্কার মেধা তালিকায় গরমিল থেকে শুরু তথ্য বিকৃতি, নম্বর বাড়ানো, সবই হয়েছে ২০০৯ ও ২০১০ সালে বাম আমলের স্কুলের নিয়োগ পরীক্ষায়। ২০০৯ সালের স্কুলে নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হয়ে গেল এই রিপোর্টে। একই সঙ্গে প্রকাশ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কীর্তি!

বৃহস্পতিবার এই রিপোর্টটি সামনে আনেন তৃণমূল মুখপাত্র ও তথা কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সেই CAG রিপোর্টের একটা অংশে দেখা যাচ্ছে, ২০০৯ ও ২০১০ সালের Head Master, ২০০৯ ও ২০১০ সালের Assistant Teacher, ২০১০ সালের Clerk, ২০১০ সালের Group-D এবং ২০১০ সালের Librarian নিয়োগ পুরোটাই বেনিয়মে ভরা। বাম আমলে সেই নিয়োগে প্রায় ৫০০০০ জনের স্কোরশিট অডিট রিপোর্টের সঙ্গে মিলছে না। অর্থাৎ ক্যাগের রিপোর্টে এই রিপোর্টেই ছত্রে ছত্রে স্পষ্ট কী ভাবে বাম আমলে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। বাম আমলে এই সব নিয়োগই হয়েছিল অবৈধ ভাবে। সেটাই উঠে এসেছে এই আইটি অডিট রিপোর্টে। রিপোর্ট বলছে, প্রায় ৫০ হাজার প্রার্থীর স্কোরশিট অডিট রিপোর্টের সঙ্গে মিলছে না। এতেই পরিষ্কার, বাম আমলেও নিয়োগে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল।

ক্যাগের রিপোর্টের পাতায় পাতায় এই তথ্য ফুটে উঠেছে। একটি পরীক্ষাতেই ৩২ হাজার ৯৭০জন প্রার্থীর নম্বর রহস্যজনক ভাবে বেড়ে গিয়েছিল। এছাড়া পরীক্ষায় না বসেও গ্রুপ ডির প্যানেলে ঠাঁই হয়েছে একাধিক প্রার্থীর। পরীক্ষায় পাশ করার পরও যোগ্য প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। সবমিলিয়ে বাম আমলে স্কুলে নিয়োগে ব্যাপক দুর্নীতির ছবি সামনে উঠে এসেছে। এখন কী বলবেন সকাল সন্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের দিকে আঙুল তোলা বাম নেতারা?

 

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...