Sunday, January 11, 2026

ফের বাড়ল ভোটার কার্ড ও আধার লিঙ্কের সময়সীমা! কতদিন চলবে এই কাজ? 

Date:

Share post:

আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে ভোটার আইডি কার্ডের (Voter ID Card) লিঙ্ক (Link) করিয়েছেন? যারা এখনও করাননি তাঁদের জন্য সুখবর। আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের সংযোগের সময়সীমা বাড়ানোর দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রের আইন ও বিচারবিভাগীয় মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে সাফ জানানো হয়েছে, ৩১ মার্চ ২০২৪ অবধি আধার ও ভোটার আইডি কার্ডের লিঙ্ক করানো যাবে। ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত এই সংযুক্তিকরণের সময়সীমা নির্ধারণ করেছিল কেন্দ্র। আর তারপরই বেজায় বিপদে পড়েন দেশবাসী। কিছু মানুষ এই সংযুক্তিকরণের কাজ শেষ করলেও দেশের বেশিরভাগ মানুষই এখনও তাঁদের এই দুটি ডকুমেন্টস সংযুক্ত করাননি। কিন্তু অবশেষে তাঁদের কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল কেন্দ্র।

উল্লেখ্য, বর্তমানে আধার কার্ড ও ভোটার আইডি কার্ড দুটি নথিই সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় সবকাজেই দরকার পড়ে নথিগুলির। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এবার থেকে এই দুই নথি সংযুক্ত করতে হবে নাগরিকদের। এই মর্মে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তবে আধার কার্ড ও ভোটার আইডি লিঙ্কের কাজ অনেকদিন ধরেই চলছে দেশে। কিন্তু অনেক মানুষ এমন আছেন যারা এখনও অবধি দুই কার্ড লিঙ্ক করিয়ে উঠতে পারেননি। সেইসমস্ত মানুষদের কথা মাথায় রেখে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করার সময়সীমা (Extension) বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

জেনে নিন পদ্ধতি!

• NVSP.in ওয়েবসাইটে ভিজিট করুন
• ক্লিক করুন ফর্ম অপশনে
• পোর্টালে লগ ইন করুন এবং হোমপেজে “Search in Electoral Roll” এ যান
• পোর্টালে রেজিস্টার করা থাকলে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন
• পোর্টালে রেজিস্টার করা না থাকলে ক্লিক করুন ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্টে’
• এপিক নম্বর, ইমেল এবং পাসওয়ার্ড (পছন্দ মতো) দিন এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন
• লগ ইন হলে ফর্ম অপশনে ক্লিক করে ‘ফর্ম ৬ বি’ অপশনে ক্লিক করুন
• রাজ্য এবং আপনার বিধানসভা/সংসদীয় নির্বাচনী এলাকা সিলেক্ট করুন
• পরবর্তী ধাপে মোবাইল নম্বর, ওটিপি এবং আধার নম্বর দিয়ে প্রিভিউ অপশনে ক্লিক করুন
• নিজের ব্যক্তিগত বিবরণ দিন এবং আধার নম্বর দিন
• আধার নম্বর দেওয়ার পরই কার্ড হোল্ডার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেলে ওটিপি পাবেন
• যাচাইকরণের জন্য ওটিপি দিন
• লিঙ্ক হয়ে যাবে আধার ও ভোটার আইডি কার্ড

গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৭ জুন কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ কর জানানো হয়, ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। সেই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছিল, যাঁদের ইলেক্টোরাল রোলে (Electoral Role) নাম নথিভুক্ত রয়েছে তাঁরা এই নির্দিষ্ট সময়ের আগে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড সংযোগ করে নিতে পারেন। এবার সেই সময়সীমা বাড়াল কেন্দ্র। ২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই কাজ করা যাবে বলে জানিয়ে দেওয়া হল।

 

 

 

 

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...