Monday, August 25, 2025

আড়াই বছরের সন্তানের সামনেই স্ত্রীকে খু*ন করলেন এক ব্যক্তি।কলকাতা থেকে বেঙ্গালুরু গিয়ে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন শেখ সোহেল নামে এই ব্যক্তি।সোমবার তিনি কলকাতা থেকে বেঙ্গালুরু যান।খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ সোহেলকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, ১৪ বছর আগে তাবসেন বিবির সঙ্গে সোহেলের বিয়ে হয়।বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য কলহে জড়িয়ে পড়েন দুজনে।অভিযোগ পেশায় দর্জি সোহেল প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতেন এবং তার সঙ্গে স্ত্রীর ঝগড়া ছিল নিত্য ঘটনা। ক্রমেই দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
পরিস্থিতি এমন দাঁড়ায় যে তাবসেন তার বাবা-মায়ের বাড়িতে জোর করে ফিরে যান।তারা ২০১৩ সালে বেঙ্গালুরুতে চলে যান এবং কেজি হল্লির কাছে একটি জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।কিছুদিন পর সোহেল কলকাতায় ফিরে এলেও তাবসেন বেঙ্গালুরুতে থেকে যান।

সোহেলের স্ত্রী একজন প্রতিবেশীর সঙ্গে থাকতে শুরু করেন।অভিযোগ, সৈয়দ নাদিম নামে এক প্রতিবেশীর সঙ্গে তাবসেনের পরকীয়ার কথা সোহেলের কানেও পৌঁছায়।অভিযোগ বিয়ের আগে থেকেই ওই ব্যক্তির সঙ্গে তাবসেনের সম্পর্ক ছিল।তাবসেনের পরিবার বিষয়টি জানতে পারে। তার ছোট বোন গুলশান বেগম হায়দরাবাদ থেকে তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বোনকে বোঝানোর জন্য বেঙ্গালুরু এসেছিলেন। কিন্তু তাবসেন জানিয়ে দেন, তার আড়াই বছরের সন্তান নইমের ভবিষ্যতের কথা ভেবে তার পক্ষে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।

ইতিমধ্যে সোহেলও সোমবার বেঙ্গালুরু যান। তাবসেনকে একবার দেখতে চান বলে ডেকে পাঠান। রাত ১১ টার পর তাবসেনের সঙ্গে সোহেলের দেখা হয়। সেই সময় সোহেল মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে।কিছুক্ষণ কথা বলার পরেই ফের দুজনে বচসায় জড়িয়ে পড়েন। এই সময় আচমকাই সোহেল পকেট থেকে ছুরি বের করে তাবসেনের গলায় বসিয়ে দেন। তাবসেন মেঝেয় লুটিয়ে পড়েন।তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এরপর সোহেল আড়াই বছরের নইমকে ছুরি মারতে যান। কিন্তু সেই সময় প্রতিবেশীরা সেখানে হাজির হলে, ছোট্ট নইম এযাত্রায় বেঁচে যায়।প্রতিবেশীরা সোহেলকে হাতেনাতে ধরে ফেলেন। তারাই পুলিশে খবর দেন।পুলিশ সোহেলকে গ্রেফতার করেছে।ছোট্ট নইম চোখের সামনে এই ঘটনা দেখে রীতিমতো আতঙ্কিত বলে জানা গিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর পরকীয়া মেনে নিতে না পেরেই সোহেল কলকাতা থেকে বেঙ্গালুরু গিয়েছিল খুন করার উদ্দেশ্যে।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version