বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির রোহিতের

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি ছাড়াও রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন, ধোনি, বীরেন্দ্র সেহবাগের এই নজির রয়েছে।

বুধবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ রানে হারে ভারতীয় দল। এই হারের ফলে তিন ম‍্যাচের একদিনের সিরিজে হারের মুখ দেখে ভারতীয় দল। সিরিজ হারলেও বুধবার অনন্য নজির গড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছুঁয়ে ফেলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগ, মহেন্দ্র সিং ধোনিদের।

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ রান করেন রোহিত। আর এই রান করতেই রেকর্ড গড়েন হিটম‍্যান। বুধবার ভারতের অষ্টম ব্যাটার হিসাবে এশিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন ভারতীয় দলের অধিনায়ক। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি ছাড়াও রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিন, ধোনি, বীরেন্দ্র সেহবাগের এই নজির রয়েছে। এশিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের মোট রান হল ১০,০২৬।

বুধবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। প্রথমে ব‍্যাট করতে নেমে ২৬৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৪৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ২-১ ফলাফলে সিরিজ জয় অজিদের।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে সিরিজ হেরে দলের পারফরম্যান্সকে কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক


 

Previous articleগলায় ‘অ্যা.রেস্ট আদানি’ স্লোগান! অর্থমন্ত্রী ও ইডির দফতরের সামনে ধর্না-বি.ক্ষোভ তৃণমূল সাংসদদের
Next article‘থালাইভি’ ফ্লপ, ক্ষতিপূরণ দিতে হবে কঙ্গনাকে ! কী জানালেন অভিনেত্রী