Thursday, August 28, 2025

টিপু সুলতানের হত্যাকারী কে? ভোটমুখী কর্নাটকে মেরুকরণের রাজনীতি বিজেপির

Date:

Share post:

আগামী মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এরইমাঝে কর্নাটকে ভোট রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠলেন টিপু সুলতান। অষ্টাদশ শতকের শাসক টিপু সুলতানকে(Tipu Sultan) কারা হত্যা করেছে তা নিয়ে ভোটের বাজার গরম করছে বিজেপি(BJP)। তাদের দাবি টিপুর হত্যাকারী কর্নাটকের ভোক্কালিগা সম্প্রদায়ের(Vokkaliga community) দুই নেতা।

ভোক্কালিগা সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, অষ্টাদশ শতকের শাসক টিপু সুলতান ছিলেন চরম অত্যাচারী। ধর্মান্ধ এই সুলতান হাজার হাজার মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছেন। পুরানো মাইসুরু অঞ্চলের মানুষের একটি অংশের দাবি, ইংরেজরা নয় দুই ভোক্কালিগা সর্দার উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া টিপু সুলতানকে হত্যা করেছিলেন। এর সমর্থনে ঐতিহাসিক প্রামাণ্য নথি রয়েছে বলে দাবি করেছে বিজেপি। কিছু ভোক্কালিগা সম্প্রদায়ের নেতাও তাতে সুর মিলিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে এবং অশ্বথ নারায়ণের মতো বিজেপি নেতারাও মনে করেন, উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়াই টিপুকে হত্যা করেছেন।

তবে ভোক্কালিকা সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত শ্রীআদিচুঞ্চনগিরি মহাসংস্থা মঠের প্রধান ধর্মগুরু নির্মলানন্দনাথ স্বামী বিজেপির দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন বিজেপির কাছে এ সংক্রান্ত নথি থাকলে তা মঠে জমা দেওয়া উচিত। শুধু শুধু ভোক্কালিকাদের জড়িয়ে প্রচার করা ঠিক নয়। তবে রাজ্য বিজেপির এই দাবি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই(Chief Minister Basavaraj Bommai )। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, গবেষণা বাস্তবকে সামনে আনবে। ভোক্কালিগা সম্প্রদায়ের উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়ার সম্পর্কে প্রশ্ন করা হলে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সুধাকর বলেন, আমি কেবল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াকে চিনি। প্রসঙ্গত, দেবগৌড়াও ভোক্কালিকা সম্প্রদায়ভুক্ত। কংগ্রেস এবং এইচডি মনে করে উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়ার ঐতিহাসিক প্রমাণ নেই।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...