Sunday, November 16, 2025

টিপু সুলতানের হত্যাকারী কে? ভোটমুখী কর্নাটকে মেরুকরণের রাজনীতি বিজেপির

Date:

আগামী মাসেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এরইমাঝে কর্নাটকে ভোট রাজনীতির অন্যতম ইস্যু হয়ে উঠলেন টিপু সুলতান। অষ্টাদশ শতকের শাসক টিপু সুলতানকে(Tipu Sultan) কারা হত্যা করেছে তা নিয়ে ভোটের বাজার গরম করছে বিজেপি(BJP)। তাদের দাবি টিপুর হত্যাকারী কর্নাটকের ভোক্কালিগা সম্প্রদায়ের(Vokkaliga community) দুই নেতা।

ভোক্কালিগা সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, অষ্টাদশ শতকের শাসক টিপু সুলতান ছিলেন চরম অত্যাচারী। ধর্মান্ধ এই সুলতান হাজার হাজার মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছেন। পুরানো মাইসুরু অঞ্চলের মানুষের একটি অংশের দাবি, ইংরেজরা নয় দুই ভোক্কালিগা সর্দার উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়া টিপু সুলতানকে হত্যা করেছিলেন। এর সমর্থনে ঐতিহাসিক প্রামাণ্য নথি রয়েছে বলে দাবি করেছে বিজেপি। কিছু ভোক্কালিগা সম্প্রদায়ের নেতাও তাতে সুর মিলিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে এবং অশ্বথ নারায়ণের মতো বিজেপি নেতারাও মনে করেন, উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়াই টিপুকে হত্যা করেছেন।

তবে ভোক্কালিকা সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত শ্রীআদিচুঞ্চনগিরি মহাসংস্থা মঠের প্রধান ধর্মগুরু নির্মলানন্দনাথ স্বামী বিজেপির দাবি খারিজ করে দিয়েছেন। তিনি বলেন বিজেপির কাছে এ সংক্রান্ত নথি থাকলে তা মঠে জমা দেওয়া উচিত। শুধু শুধু ভোক্কালিকাদের জড়িয়ে প্রচার করা ঠিক নয়। তবে রাজ্য বিজেপির এই দাবি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসরাজ বোম্মাই(Chief Minister Basavaraj Bommai )। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, গবেষণা বাস্তবকে সামনে আনবে। ভোক্কালিগা সম্প্রদায়ের উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়ার সম্পর্কে প্রশ্ন করা হলে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সুধাকর বলেন, আমি কেবল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াকে চিনি। প্রসঙ্গত, দেবগৌড়াও ভোক্কালিকা সম্প্রদায়ভুক্ত। কংগ্রেস এবং এইচডি মনে করে উরি গৌড়া এবং নাঞ্জে গৌড়ার ঐতিহাসিক প্রমাণ নেই।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version