Friday, November 14, 2025

সেনা সহ ১৬.৮ কোটি নাগরিকের তথ্য চুরি! বিরাট চক্রের পর্দাফাঁস

Date:

দেশের সেনাবাহিনীর(Indian Army) কর্তা ব্যক্তিদের পাশাপাশি ১৬.৮ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্যচুরি করে বিক্রি। এমনই বড়সড় সাইবার চক্রের পর্দাফাঁস করল সাইবেরাবাদ পুলিশ(Saiberabad Police)। এই ঘটনায় ইতিমধ্যেই দিল্লি(Delhi) থেকে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। সাইবার অপরাধের(Cybar Crime) এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর শঙ্কিত সাধারণ মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩-৪ লাখ মানুষের তথ্য বেচে টাকা আয় করেছে এই চক্র। সব মিলিয়ে ১৪০ ধরনের তথ্য এরা বেচা কেনা করত। তার মধ্যে সেনা আধিকারিকদের সম্পর্কিত তথ্য, জাস্ট ডায়াল সহ অন্যান্য সূত্রের মাধ্যমে তারা ফোন নম্বর জোগাড় করত। এখনও পর্যন্ত অন্তত ১০০জন প্রতারকের কাছে তারা তথ্য বিক্রি করেছে। ইনস্পায়ার ডিজিটাল বলে একটি কোম্পানি খুলে এই লেনদেন করত চক্রটি। এছাড়াও একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে এই তথ্য বেচা কেনার কাজ করা হত। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই চক্রটি সেনা আধিকারিকদের গোপন তথ্য সংগ্রহ করত। যা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে উদ্বেগজনক। এই সব তথ্য কীভাবে ফাঁস হল তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের মোবাইল নম্বর, পাওয়ার সেক্টরে কর্মরতদের নম্বর, NEET পড়ুয়াদের ফোন নম্বরও তারা বেচে দিয়েছে। বহু মানুষের প্যান কার্ড তথ্যও তারা বিক্রি করে দিয়েছে। প্রায় ১.২ কোটি হোয়াটস অ্যাপ ব্যবহারকারী ও ১৭ লাখ ফেসবুক ব্যবহারকারীকেও টার্গেট করেছিল এই চক্রটি। পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, এই ঘটনায় দিল্লি থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এরাই তথ্য চুরি করে বিক্রির চক্রের সঙ্গে জড়িত। অভিযুক্তরা নয়ডা থেকে তিনি কলসেন্টার চালাত। তাদের কাছ থেকে ১২টি মোবাইল, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি জাস্ট ডায়াল সার্ভিসের কিছু মেইল ও ফ্যাক্স পাওয়া গিয়েছে।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version