Tuesday, August 26, 2025

নিয়োগ দুর্নীতিতে ৫ কোটি টাকা প্রতারণা পূর্ব মেদিনীপুরের স্কুল শিক্ষকের !

Date:

এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল পূর্ব মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের। কলকাতা হাইকোর্টে কয়েকজন চাকরিপ্রার্থী এই নিয়ে অভিযোগ করেছেন। অভিযুক্ত দীপক জানা বিচুনিয়া জগন্নাথ বিদ্যামন্দিরের ইংরেজির শিক্ষক হিসেবে কর্মরত। ২০১৮ সাল থেকে এখনও অবধি চাকরি দেওয়ার নাম করে তিনি ৫ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে।
প্রতারণা মামলায় তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, গ্রুপ সি, ডি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষক পদ ছাড়াও যে কোনও সরকারি দফতরের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে। চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা হয়নি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।
আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের রায়ে ইতিমধ্যেই প্রাথমিক, উচ্চ প্রাথমিক, গ্রুপ সি, ডি সহ একাধিক ক্ষেত্রে কর্মরত অযোগ্য প্রার্থীদের চাকরি গিয়েছে। গ্রেফতার হয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের কর্তারা।বেনিয়মে পাওয়া চাকরি হারানোর পর অধিকাংশই সমস্যার মধ্যে পড়েছেন। সম্প্রতি তাঁদের পাশে দাঁড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী চাকরিহারাদের পুনরায় সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদনও করেন মুখ্যমন্ত্রী।
যদিও গ্রুপ সি-র চাকরিহারাদের আবেদন শুনতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি- শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা প্রার্থীরা। কিন্তু, তাতে স্থগিতাদেশ দেয়নি আদালত। এই নির্দশের পর গ্রুপ-সি নিয়োগে আর কোনও বাধা রইল না।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version