Thursday, August 28, 2025

হিন্ডেনবার্গের নিশানায় এবার টুইটারের প্রতিষ্ঠাতা, জালিয়াতি ফাঁস জ্যাক ডোরসির

Date:

আদানির(Adani) পর ফের একবার বোমা ফাটালো মার্কিন লগ্নি গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ(Hindenbarg)। এবার তাদের নিশানায় টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি(Jack Dorseys)। তাঁর পেমেন্ট ফার্ম ‘ব্লক’-এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলল হিন্ডেনবার্গ। বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে ওই মার্কিন সংস্থা। স্বাভাবিকভাবেই এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

বুধবার রাতেই হিন্ডেনবার্গ রিসার্চের তরফ থেকে জানানো হয়েছিল আরও একটি দুর্নীতি প্রকাশ্যে আনবে তারা। এবার কার কপালে শনি ঘনাতে চলেছে তার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। সেইমতো বৃহস্পতিবার টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির পেমেন্ট ফার্ম ‘ব্লক’-এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ প্রকাশ করে হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চের তরফে দাবি করা হয়েছে, কারচুপি করে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছে ডোরসির সংস্থা। এ-ও দাবি করা হয়েছে, ব্লকের প্রাক্তন কর্মীরাই জানিয়েছেন যে, ৪০ থেকে ৭৫ শতাংশ অ্যাকাউন্টই ভুয়ো। অর্থাৎ, ডোরসির সংস্থার প্রাক্তন কর্মীদের সঙ্গে কথা বলেছিল হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই মুখ থুবড়ে পড়েছে ডোরসির সংস্থা ব্লক। নিউ ইয়র্কে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৩ মিনিট নাগাদ ব্লকের শেয়ার দর কমেছে ২০ শতাংশ।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের অন্যতম নামী শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ। অভিযোগ তোলা হয়, গত এক দশক ধরে নিজেদের সংস্থাগুলির শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শেয়ারবাজারে মুখ থুবড়ে পড়ে আদানির শেয়ার। এবার একই ঘটনা ঘটল ডোরসির সংস্থার সঙ্গেও।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version