Friday, January 30, 2026

গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে বিশ্বের সমস্ত দেশকে বিশেষ পদক্ষেপ করার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

Date:

Share post:

বিশ্ব উষ্ণায়নের (Global Warming) বড় প্রভাব পড়ছে নদীর উপরেও। আর তার জেরেই হিমালয়ের পার্বত্য অঞ্চলের একাধিক নদী- সিন্ধু (Indus), গঙ্গা (Ganga) ও ব্রহ্মপুত্র (Brahmaputra) নদীর জলের প্রবাহ ক্রমশ কমছে। সম্প্রতি এমনই সতর্কবার্তা দিলেন রাষ্ট্রসঙ্ঘের (United Nation) মহাসচিব জেনারেল অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব (Antenio Gutteras) বলেন, সাধারণ মানুষের জীবনযাপনের জন্য হিমবাহগুলির গুরুত্ব অপরিসীম। বর্তমানে পৃথিবীতে ১০ শতাংশ হিমবাহ রয়েছে। কিন্তু, বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশই সেগুলি গলতে শুরু করেছে।

জানা গিয়েছে, প্রতি বছর আন্টার্কটিকায় ১৫ বিলিয়ন টন বরফ গলছে। গ্রিনল্যান্ডে ২৭ বিলিয়ন টন গলছে। এরপর বিশ্বের সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে হিমালয়ে। সেগুলিও দ্রুত গলতে শুরু করেছে। যার প্রভাব পড়ছে ওই সমস্ত হিমবাহ থেকে সৃষ্ট নদীগুলিতেও। উল্লেখ্য, এশিয়ার ১০টি বড় নদীর উৎপত্তি হিমালয়ের হিমবাহ থেকে। আর ওই সমস্ত নদীর জল পান করেই জীবনধারণ করেন দেশের প্রায় ১৩০ কোটি মানুষ। ফলে এই সমস্ত নদীগুলির জলের প্রবাহ কমলে স্বাভাবিকভাবেই জীবনযাত্রার উপর যে বড় প্রভাব পড়বে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

তবে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, হিমবাহ এবং বরফের স্তর আগামী কয়েক দশক ধরে এভাবে কমতে থাকলে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো হিমালয় অঞ্চলের প্রধান নদীগুলির উপর মারাত্মক প্রভাব পড়বে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন পাকিস্তানের মতো বন্যা পরিস্থিতি হিমালয় পার্বত্য অঞ্চলগুলিতেও হতে পারে এবং কেদারনাথ বিপর্যয়ের মতো ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।

 

 

spot_img

Related articles

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...