Tuesday, December 16, 2025

সময় মাত্র ১৫ দিন, কো*ভিডকালে মুক্তিপ্রাপ্তদের আত্ম*সমর্পণের সুপ্রিম নির্দেশ !

Date:

কো*ভিড ১৯ – এর (COVID-19)দাপাদাপিতে চেনা জীবনযাত্রা বদলে গেছিল। কিন্তু নিউ নরম্যালে আবার পুরনো পদ্ধতি ফিরেছে। পুরোপুরি স্বস্তি না মিললেও বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে জীবনধারা। অতিমারী কোভিডের (COVID-19) সময় সংক্রমণ রুখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছিল কেন্দ্র সরকারের (Government of India)তরফ থেকে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ছোট, ঘিঞ্জি কারাগারে বন্দিদের বাড়ি ফেরানোর নির্দেশ। তবে এবার তাঁদের কারাগারে ফেরাতে চায় দেশের শীর্ষ আদালত (Supreme Court)। এই মর্মে শুক্রবার এক নির্দেশনামা জারি করে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

বছর তিনেক আগে ২০২০ সালে আচমকা কোভিড থাবা বসানোয় জেল থেকে জামিনে (Bail) মুক্তি দিতে হয় একাধিক সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দিকে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁদের বাড়ি ফেরানো হয়েছিল। সংক্রমণ এড়িয়ে বন্দিদের সুরক্ষার জন্য একাধিক উচ্চপদস্থ কমিটির সুপারিশ, পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার কোভিড পরবর্তী সময়ে আবার তাঁদের কারাগারে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে। বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের একটি বেঞ্চের নির্দেশ দেয়, যে বিচারাধীন বন্দিদের কোভিড আবহে জরুরি ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পন করতে হবে। তবে কোভিড আবহে যে দোষী সাব্যস্ত এবং বিচারাধীন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল, তাঁদের বেশির ভাগই গুরুতর কোনও অপরাধে জেলবন্দি ছিলেন না। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের জেল থেকে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল।

অন্যদিকে আবার চোখ রাঙাচ্ছে কো*ভিড। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক সব রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায় ফের সতর্কতা জারি করেছে। পাঁচটি পদক্ষেপের কথা জানানো হয়েছে। TTT পদ্ধতির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ‘test, track, treat’- এর মাধ্যমে কোভিডবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে শীঘ্রই মহড়া হবে । দেশে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জার পরিস্থিতি খতিয়ে দেখতে আগেই উচ্চ পর্যায়ের মিটিং করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০০ জন কোভিড পজিটিভ হয়েছেন। গত ১৪০ দিনের নিরিখে যা কিনা সর্বোচ্চ। দেশে এখন অ্যাক্টিভ কে্সের সংখ্যা ৭৬০৫। কর্নাটক, গুজরাত ও মহারাষ্ট্রতে এক জন করে মৃত্যুর খবরও মিলেছে। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে কঠোরভাবে রেসপিরেটরি হাইজিন ও কোভিড বিধি মেনে চলার পাশপাশি মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, ২ গজের দূরত্ব বজায়ও রাখার কথাও জানান হয়েছে।

 

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version