Friday, August 22, 2025

রাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পেলেন ডেরেক, লোকসভায় আসাদুদ্দিন

Date:

Share post:

লোকসভা ও রাজ্যসভার সেরা সাংসদদের নাম ঘোষণা হল। রাজ্যসভার সেরা সাংসদ হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের(Ramnath Kovind) হাত থেকে পুরস্কার নিলেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine)। পাশাপাশি লোকসভায় সেরা সাংসদের সম্মান পেয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন বাংলার আরও এক সাংসদ তিনি লকেট চট্টোপাধ্যায়(Locket Chaterjee)। হুগলির এই বিজেপি(BJP) সাংসদ সেরা মহিলা সাংসদ হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সাংসদ হিসাবে উল্লেখযোগ্য কাজের জন্য আটটি বিভাগে মোট আটজনের হাতে এই পুরস্কার তুলে দেন। সেই তালিকায় রাজ্যসভা থেকে সেরা সাংসদ হয়েছে ডেরেক ও’ব্রায়েন। এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ডেরেক টুইটারে লেখেন, “বছরের সেরা সাংসদ নির্বাচিত হয়ে সম্মানিত বোধ করছি। এই সম্মান আমার কাছে খুব স্পেশাল। অনুপ্রেরণা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যাকে ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকর্মীদের ধন্যবাদ।” পাশাপাশি সেরা মহিলা সাংসদের সম্মান পেয়ে খুশি লকেট এদিনের অনুষ্ঠানের একটি ভিডিও টুইট করে লেখেন, “এই পুরস্কার আমি জনগণকে সমর্পণ করলাম। আগামী দিনেও আমি জনগণের অধিকারের দাবিতে আওয়াজ তুলব।”

এই সাংসদদের পাশাপাশি মঙ্গলবার রাজ্যসভায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পার্লামেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। অন্য দিকে লোকসভার জন্য এই পুরস্কার পেয়েছেন বিজেডি সাংসদ ভর্তৃহরি মাহতাব। এনাদের পাশাপাশি নবাগত সাংসদ হিসেবে এই পুরস্কার পেয়েছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য ও আরজেডি সাংসদ মনোজ ঝা।

spot_img

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...