Monday, January 5, 2026

এখনই রাজ্যে স্নাতকে ৪বছরের পাঠক্রম নয়: ভাষামেলার উদ্বোধন সাফ জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

জাতীয় শিক্ষানীতি মেনে এখনই রাজ্যে স্নাতকে চার বছরের পাঠক্রম নয়। শনিবার, ভাষামেলার উদ্বোধন করে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি স্পষ্ট জানান, উপাচার্যদের নিয়ে কমিটি হবে। সেই কমিটি মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এদিন ভাষামেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের (Bangladesh) ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন, পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ও আবুল বাশার-সহ বিশিষ্টরা। ব্রাত্য জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, মাতৃভাষার যেন সাড়ম্বর উদ্‌যাপন হয়। তাই এই ভাষামেলার আয়োজন। পশ্চিমবঙ্গে তো প্রথম, যে কোনও রাজ্যে এই প্রথম ভাষামেলা উদ্‌যাপন হল। এই রীতি জারি রাখা হবে।’’

তিন বছরের পরিবর্তে জাতীয় শিক্ষানীতি (National Education Policy) মেনে আগামী শিক্ষাবর্ষ থেকেই কি এ রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রম চালু হবে? এদিন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করব। উপাচার্যদের নিয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা হতে পারে, তা নিয়ে রিপোর্ট দেবে কমিটি। তার পর এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’’

শিক্ষামন্ত্রীর মতে, চার বছরের স্নাতক পাঠক্রম চালু হলে প্রচুর অর্থ ও পরিকাঠামোরও প্রয়োজন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে সেই পরিকাঠামো রয়েছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে। এই বিষয়ে UGC মৌন্য। অর্থের ক্ষেত্রে কেন্দ্রের স্পষ্ট নির্দেশিকার দাবি জানান শিক্ষামন্ত্রী।

রাজ্যের শিক্ষানীতি কী হবে, তা নির্ধারণের জন্য শিক্ষাবিদদের নিয়ে কমিটি তৈরি করে শিক্ষা দফতর। তবে সেই কমিটির রিপোর্ট এখনও সরকারি ভাবে প্রকাশিত হয়নি। এবার চার বছরের স্নাতক পাঠক্রম তালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যদের নিয়ে কমিটি তৈরি করার কথা জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। এদিন, ভাষামেলায় রাজ্যের স্কুলে বাংলা ভাষা পড়ানোর পক্ষে সওয়াল করেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘‘সরকারি ইংরেজি মিডিয়াম হলেও বাংলা পড়তে হবে। বেসরকারি স্কুলে বাংলা পড়ানোর দাবি জানাতে পারি। আমার ধারণা, অধিকাংশ বেসরকারি স্কুলে বাংলা পড়ানো হয়। যাঁর যা মাতৃভাষা, তাঁর কাছে তা গুরুত্বপূর্ণ।’’

 

 

 

spot_img

Related articles

নাগরিকত্ব না থাকলে ভোটার তালিকাতেও নয়! মতুয়াদের কোপ বিজেপির সর্বভারতীয় নেতার

এসআইআর করে যেভাবে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন তাতে...

তৃণমূলের ৪০০ BLA-2-কে সংবর্ধনা, বিধানসভা ভোট উপলক্ষ্যে মন্ত্রীর থিম সং লঞ্চ

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার বুথ স্তরে দলের বিএলএ ২...

অভিষেকের হস্তক্ষেপে রূপশ্রী অনুদান প্রক্রিয়া! মিলা নাগাশিয়ার নথি সংগ্রহ বিধায়কের 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে রূপশ্রীর অনুদান না পাওয়া দুই মহিলা চা শ্রমিকের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন...

সম্প্রীতির লিট্টি-চোখা উৎসব: বিভেদের রাজনীতিকে কটাক্ষ তৃণমূলের

শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশে বিভেদের বিষ ছড়িয়েছে বিজেপি। তবে বাংলাতেই সেই বিষ প্রতিহত হয়েছে। এর পিছনে গুরুত্বপূর্ণ...