Wednesday, January 14, 2026

শীঘ্রই ঘোষণা হতে চলেছে লাল-হলুদের নতুন কোচের নাম

Date:

Share post:

শনিবার বিনিয়োগকারী সংস্থা ইমামি কর্তাদের সঙ্গে ফের আলোচনায় বসেন ইস্টবেঙ্গল কর্তারা। নতুন মরশুমের ফুটবলার এবং কোচ নিয়ে আলোচনা হয় বৈঠকে। সুপার কাপের আগে চাকরি যাচ্ছে না ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের তা আগের বৈঠকেই বলা হয়েছিল। তবে পরের মরশুমের কোচ কে হবেন তা নিয়ে মুখ খুললেন না কোনও পক্ষের কর্তাই। ইমামি কর্তাদের পছন্দ, জোসেফ গাম্বাউ। জানা গিয়েছিল, তাঁর সঙ্গে কর্তাদের কথাও অনেকদূর এগিয়ে গিয়েছে। তবে শনিবার এই ব্যাপারে মুখ খুললেন না কোনও পক্ষই। তবে কোচ নিয়ে মুখ না খুললেও দলে তাঁদের কেমন ফুটবলার পছন্দ তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা।

ইমামি ইস্টবেঙ্গল বোর্ডের অন্যতম সদস্য দেবব্রত মুখোপাধ‍্যায় বলেন, “কোচ কে হবেন তা আগামী দিন পনেরোর মধ্যে জানতে পারবেন আপনারা। কিছু জটিলতা থাকে। তা কাটিয়ে উঠতে হবে। তাই কিছুটা সময় লাগবে। যে জায়গায় দলটা ছিল সেখান থেকে উন্নতি হয়েছে। গত তিন বছরের কথা যদি ধরি, এই বছরেই সবচেয়ে বেশি ম্যাচে জয় পেয়েছি আমরা। যদিও আমরা চাই, ইস্টবেঙ্গলের যে ঐতিহ্য সেই অনুযায়ী খেলতে। তাই কোচ বদলের সিদ্ধান্ত। মূলত ভালো মানের বিদেশি নিয়োগের কথা ভাবছি।”

জানা যাচ্ছে, বিদেশি ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে আইএসএল-এ খেলে যাওয়া ফুটবলাদের অগ্রাধিকার দেওয়ার কথাই ভাবছে ইমামি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এই মরশুমে খুব ভালো খেলতে না পারলেও ইভান গঞ্জালেজের সঙ্গে চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের। তাই তাঁকে এখনই ছাড়তে নারাজ লাল-হলুদ ক্লাব। দেবব্রত মুখোপাধ‍্যায় এই নিয়ে বলেন, “আমরা ছয়জন বিদেশি সই করাবো। নাম বলা এখনই খুব মুশকিল। অনেকেই অনেক নাম নিয়েই খেলতে আসে। দেখা যায়, মরশুমটা ভালো গেল না। ঠিক যেমন, ইভান গঞ্জালেজ দারুণ খেলছিলেন, এই মরশুমটা তাঁর ভালো যায়নি। ক্লেইটন ব্যাঙ্গালোরে সুযোগ পাচ্ছিলেন না এখানে এসে ভালো খেলেছেন। তাই জীবনপঞ্জি দেখে ফুটবলার বোঝা যায় না। আমরা চেষ্টা করছি ভালো বিদেশি নেওয়ার। আইএসএল-এ খেলার অভিজ্ঞতা থাকলে আরও ভালো। না থাকলেও সমস্যা নেই। বিভিন্ন সময়, যারা আগে ভারতীয় ফুটবলে  খেলেননি তাঁরাও দেখা গিয়েছে ভালো ফুটবল খেলেছেন।”

বিদেশি ফুটবলাদের নিয়ে কথা বললেও স্বদেশী ভালো ফুটবলারের খোজেও রয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। তিনি আরও বলেন, “চারজন বিদেশির পাশাপাশি ভারতীয় ফুটবলাররাও খেলবেন। তাই দুইয়ের মধ্যে ভারসাম্য দারুণ ভাবে দরকার।”

আরও পড়ুন:মহিলাদের বক্সিংয়ে বিশ্বসেরা নিতু ঘাঙ্গাস

 

spot_img

Related articles

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে 'কুকুরমুক্ত গ্রাম' করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder)...

CCL: ট্রফি ফিনিয়ে আনাই লক্ষ্য যীশু-বনিদের, বেঙ্গল টাইগার্স দলে ধোনি কে?

ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...

অপরিকল্পিত এসআইআরে মহিলারাই টার্গেট! বিজেপির দলদাস কমিশনকে নিশানা তৃণমূলের

অপরিকল্পিত এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত চলছে। বিজেপির দলদাস কমিশন (Electiom commission) এই কাজে বিশেষভাবে...

কাজে এল না ট্রাম্পের হুঁশিয়ারি, সোলতানিকে আজই ফাঁসি দিচ্ছে খামেনেইয়ের প্রশাসন!

আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র...