Thursday, November 27, 2025

টিকল না বিজেপির ‘ফন্দি’! ২৯ তারিখই তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ: অনুমতি সেনার

Date:

Share post:

অবশেষে ২৯ মার্চ ধর্মতলার শহিদ মিনারে তৃণমূলের (TMC) ছাত্র-যুব সমাবেশের অনুমতি দিল সেনা বাহিনী। সমাবেশের প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবারই, সভাস্থল পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এর আগে সেনা বাহিনীকে দিয়ে ওই সমাবেশে ভন্ডুল করার চেষ্টা কেন্দ্রের বিজেপি সরকারের! সেনার তরফে সভার অনুমতি নিয়ে টালবাহানা হয়। অনুমতি পাওয়ায় না গেলে আদালতে যাবে বলে জানিয়েছিল তৃণমূল। বিজেপির ষড়য়ন্ত্র কাজে এলো না। ২৯ মার্চ শহিদ মিনারে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল যুবদের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেখানে ছিলেন ডিএ আন্দোলনকারীরা। একই জায়গায় ২টি কর্মসূচি নিয়ে জটিলতা দেখা দেয়। পুলিশের তরফে ডিএ আন্দোলনকারীদের ২৯ তারিখ ধর্না কর্মসূচি বন্ধ রাখার অনুরোধ করা হয়। কিন্তু তাতে তখন রাজি হননি আন্দোলনকারীরা। ধর্নার অজুহাতে অভিষেকের সভার অনুমতি তখন দেয়নি সেনা বাহিনী। এদিকে, এদিনই অনশন আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করেন ডিএ আন্দোলনকারীরা।

এদিন পুলিশের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ নেতৃত্ব সভাস্থল ঘুরে দেখেন। তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করে পুলিশ। ২৯ মার্চ শহিদ মিনারে সভা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

spot_img

Related articles

আম্বেদকর মূর্তি নিয়ে বিধানসভায় প্রশ্ন বিজেপি বিধায়কের

বিধানসভায় সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের মূর্তি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। বুধবার আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরই...

কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?

মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন...

বৌভাতের মঞ্চেই ইনিউমারেশন! দুই দায়িত্বে নাজেহাল সৌম্যদীপ

বিয়ে ঠিক হয়েছিল অনেক আগেই। কিন্তু ঠিক সেই সময়েই রাজ্যে ঘোষিত হল SIR, আর তার সঙ্গে বাড়তি দায়িত্ব...

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব...