একদিনে দেড় হাজারের বেশি সং*ক্রমণ, স্বমহিমায় কামব্যাক কো*ভিডের !

স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) রিপোর্ট অনুযায়ী, দেশে গত একদিনে কো*ভিড (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১৫৯০ জন।

দেশের নয়া মাথাব্যথার কারণ কো*ভিড ১৯ । ঠিক তিন বছরের মাথায় আবার স্বমহিমায় কামব্যাক করল কো*ভিড ১৯ ভাই*রাস। চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিশেষজ্ঞদের (Health professionals) কপালে। গত ১৪৬ দিনের সর্বোচ্চ সংক্রমণের হিসেব মিলল গত ২৪ ঘণ্টাতেই। স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) রিপোর্ট অনুযায়ী, দেশে গত একদিনে কো*ভিড (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১৫৯০ জন।

লাফিয়ে বাড়ছে সংক্রমনের দাপট। টেস্টিং ও টিকাকরণ পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে এলেও , গত কয়েক দিন ধরে নতুন ধরে চিন্তা বাড়াচ্ছে কোভিড পরিসংখ্যান।বর্তমানে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা বেড়ে হল ৮৬০১। দেশের মোট সংক্রমিতের সংখ্যা হল ৪ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৮৩২ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ২২০.৬৫ কোটি ডোজ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। বাড়ছে মৃ*ত্যুর সংখ্যাও, গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের তিনজনের মৃ*ত্যু হয়েছে। কর্ণাটক, রাজস্থান ও উত্তরাখণ্ডেও একজন করে কো*ভিডের বলি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে জানানো হয়েছিল, ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট XBB.1.16 বর্তমানে দাপট দেখাচ্ছে। যদিও সার্বিক সুস্থতার হার প্রায় ৯৮.৭৯ শতাংশ। তবে বিষয়টিকে হালকা ভাবে নিতে চায়না স্বাস্থ্য মন্ত্রক। তাই দ্রুত টেস্টিং এর দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।

 

Previous articleটিকল না বিজেপির ‘ফন্দি’! ২৯ তারিখই তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ: অনুমতি সেনার
Next articleগান্ধীর ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল, তীব্র বিতর্ক