Monday, May 5, 2025

বঙ্গ বিজেপির তরফে আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালেও ডাক পেলেন না মিঠুন, রুদ্রনীল!

Date:

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডাক পাননি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যাকে রাজনৈতিক হাতিয়ার করে বঙ্গের শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির।এবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব থেকেও বাদ পড়লেন মিঠুন চক্রবর্তী। ডাক পাননি অভিনেতা তথা ‘দলবদলু’ রুদ্রনীল ঘোষও।এই নিয়ে কী বলবেন বিজেপি নেতারা? মিঠুনের খুবই কাছের এক অভিনেতা জানিয়েছেন, ‘‘এই উৎসবের কথা আমাদের জানা নেই। আগামী দু’দিনেও দাদাকে কলকাতায় আসার জন‌্য কেউ আমন্ত্রণ জানায়নি। শহরে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির তরফে ফিল্ম ফেস্টিভ‌্যাল হচ্ছে, অথচ মহাগুরুকে জানানোই হল না, এটা মিঠুনদার জন‌্য চরম অপমান।’’

আরও পড়ুন:মোদিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা!
গত ২৪ মার্চ থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হয়েছে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। যেটি কেন্দ্রীয় সরকারের এনএফডিসি, তথ‌্য সম্প্রচার মন্ত্রক, আজাদি কা অমৃত মহোৎসবের মতো বেশ কয়েকটি দফতর স্পনসর করেছে। গোটাটিই পরিচালনা করছেন কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের শীর্ষকর্তা এবং বঙ্গ বিজেপির একাংশ। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় তথ‌্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের। তবে তিনি না এলেও রাতে বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ডিনার পার্টিও দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। কিন্তু সেখানেও বিজেপি যাঁর জন‌্য কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানো নিয়ে মায়াকান্না কেঁদেছিল, সেই মিঠুন চক্রবর্তীকে ডিনারে ডাকেনি। গোটা ঘটনায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তথ‌্য সম্প্রচার মন্ত্রকের আয়োজকদের উপর ভয়ানক ক্ষুব্ধ মিঠুন ঘনিষ্ঠরা।



এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের দিনই বিতর্ক তৈরি হয়। অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় বাংলার বহু শিল্পীকে, যাঁরা আবার কিনা রাজ্য সরকারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ছিলেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের মতো বর্ষীয়ান তারকারা। অনুষ্ঠানে সবথেকে বেশি যিনি নজর কাড়েন তিনি হলেন কনীনিকা, যিনি কিনা এই মুহূর্তে ‘সুকন্যা’ বলে একটি ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু সেখানে অদ্ভুতভাবে দেখা মেলেনি মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা। অবশ‌্য শুরুর দু’দিন পরেও বিজেপির মদতে হওয়া চলচ্চিত্র উৎসব যে সুপার ফ্লপ–তা স্বীকার করছেন গেরুয়া শিবিরের কর্তারাও। এমনকী, লকেটের মতো বিজেপি শিবিরের অভিনেতা-অভিনেত্রীরাও অধিকাংশ শনিবার পর্যন্ত এই উৎসবে পা রাখেননি।

 

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version