Thursday, August 28, 2025

দাদা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হতেই গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একহাত নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ’ ও ‘অহংকারী’ বলেও উল্লেখ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:শুধু রাহুল নন, ‘সাংসদ’ পদ খারিজের সম্ভাবনা আরও এক বিরোধী নেতার!



রবিবার সকালে পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও সত্যাগ্রহ কর্মসূচি পালনে রাজঘাটে জড়ো হন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে থেকে শুরু করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পি চিদম্বরম, অধীর চৌধুরীরা ।সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কার অভিযোগ, “লাগাতার তাঁর পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি নেতারা। অথচ তাদের কোনও শাস্তি হয় না। কিন্তু রাহুলের বিরুদ্ধে পূর্ণেশ মোদির করা যে মামলাটি ১ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল , আদানি নিয়ে রাহুল মুখ খোলার পরই সেটি পুণরায় খোলা হয়।” কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছেন, “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীরজাফর বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না।” রাহুলের পাপ্পু বদনাম নিয়েও এদিন ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন,”আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে।”
পাশাপাশি এদিন প্রতিবাদ মঞ্চে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “এদেশের প্রধানমন্ত্রী কাপুরুষ ও অহংকারী। ক্ষমতা থাকলে এই কথা বলার জন্য আমার বিরুদ্ধে মামলা রুজু করে দেখান।”
এর পাশাপাশি ভারতীয় গণতন্ত্র নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি।বলেন, “এদেশের গণতন্ত্র আমার পরিবারের রক্তে লালিত হয়েছে।”

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version