Friday, August 22, 2025

রাষ্ট্রপতি হওয়ার পরে আগামিকাল প্রথম রাজ্য সফরে আসছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। দুদিনের সফরে তাঁকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে দ্রৌপদীকে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। ২৭ মার্চ সকালে রাষ্ট্রপতি (President) কলকাতায় (Kolkata) পৌঁছবেন। সেদিন বিকেলেই তাঁকে নাগরিক সংবর্ধনা পরিকল্পনা করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ। তবে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রার্থী পদের সমর্থন নিয়ে শাসক-বিরোধী জলঘোলা হয়। এনডিএ-র প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মূ। বিরোধী প্রার্থী ছিলেন দেশের প্রাক্তন মন্ত্রী যশোবন্ত সিন্‌হা। তখন তিনি ছিলেন তৃণমূলের সদস্য। দ্রৌপদীর নাম ঘোষণা হওয়ার পর মমতা বলেছিলেন, বিজেপি আগে দ্রৌপদীর নাম ঘোষণা করলে তিনি আদিবাসী প্রার্থীকেই সমর্থন করতেন। রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই দ্রৌপদীর সঙ্গে সুসম্পর্ক মমতার। ২০১৭ সালে রাষ্ট্রপতি হওয়ার পরে বাংলার তরফে রামনাথ কোবিন্দকেও সংবর্ধিত করা হয়েছিল। প্রথম রাজ্যসফর হিসেবে পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছিলেন দেশের প্রথম দলিত রাষ্ট্রপতি। এবার আসছেন দ্রৌপদী।

একনজরে রাষ্ট্রপতির সম্ভব্য সফরসূচি-

• ২৭ মার্চ কলকাতায় পৌঁছেবেন রাষ্ট্রপতি।
• যেতে পারেন এলগিন রোডে নেতাজি ভবনে।
• সেখান থেকে যেতে পারেন জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়িতে।
• কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে।
• ২৭ তারিখ রাজভবনেই রাত্রিবাস।
• ২৮ মার্চ সকালে যাবেন বেলুড়মঠে।
• সেখান থেকে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির।
• শান্তিনিকেতন থেকেই দিল্লি ফিরে যাওয়ার কথা দ্রৌপদীর।

রাষ্ট্রপতির সফরে তাঁর কাছে গণ ই-মেল পাঠানোর কর্মসূচি নিল DA-আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। গণ-মেল পাঠানো হবে মুখ্যমন্ত্রীকেও।

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version