Monday, November 24, 2025

কো*ভিড মোকাবিলায় সোমবার কেন্দ্রের সঙ্গে বৈঠক রাজ্যের, পরিকাঠামো খতিয়ে দেখতে এপ্রিলে মহড়া

Date:

Share post:

ফের দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। ১৪৬ দিন পর শনিবার বেলেঘাটা ID হাসপাতালে গোবিন্দ কুণ্ডু নামে কোভিড আক্রান্ত ৭২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্য প্রশাসনের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে সোমবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) শীর্ষ আধিকারিকরা। ১০ ও ১১ এপ্রিল সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে মহড়ার দিন নির্দিষ্ট করেছে কেন্দ্র। হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, আইসিইউ-সহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখতেই এই মহড়া।

দেশের বিভিন্ন রাজ্যে গত দু-সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও, পশ্চিমবঙ্গের পরিস্থিতি ততটা উদ্বেগজনক ছিল না। আই ডি হাসপাতাল সূত্রে খবর, নদিয়ার বাসিন্দা গোবিন্দ কুণ্ডুর কো-মর্বিডিটি ছিল। কয়েক দিন আগে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার রাতে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। কিন্তু দীর্ঘদিন পর ফের একজনের মৃত্যু স্বাস্থ্য দফতরের কর্তাদের উদ্বিগ্ন করে তুলেছে।

বাংলায় এখন সক্রিয় রোগীর সংখ্যা ৫০ ছাড়িয়ে গিয়েছে। কোভিড নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়ে কয়েকদিন আগে দেশের ৬টি রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় অবশ্য বাংলার নাম ছিল না। চিকিৎসকদের মতে, বাংলায় করোনা টেস্ট অনেক কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না।

 

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...