এক্স-রে মেশিনে ১৫ শতাংশ বাড়ল শুল্কের পরিমাণ

ফের কাস্টম ডিউটি বাড়ল বেশ কিছু মেশিনে। কেন্দ্রের এই সিদ্ধান্তে এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে মেশিনেরও দাম বাড়তে চলেছে। প্রায় ১৫ শতাংশ বাড়ল এই শুল্কের পরিমাণ। পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে।বর্তমানে বহনযোগ্য এক্স-রে মেশিন এবং নন-পোর্টেবল এক্স-রে জেনারেটর এবং যন্ত্রপাতি এর ওপর আগে ১০ শতাংশ আমদানি শুল্ক ছিল। এবার তা ১৫ শতাংশ হল।

শুল্ক হারের পরিবর্তনগুলি ফিনান্স বিল, ২০২৩-এর সংশোধনীর অংশ হিসাবে আনা হয়েছিল, যা পাস হয়েছিল লোকসভায়। নতুন হার পয়লা এপ্রিল,২০২৩ থেকে কার্যকর হবে। এমনটাই বলা হয়েছে সংশোধনীতে। এর ফলে ভারতে এই মেশিনের উৎপাদন আরও বৃদ্ধি করা যাবে।

 

Previous articleশ্বাসকষ্ট নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত
Next articleচা-বাগান নিয়ন্ত্রণে সিদ্ধান্ত, স্বাস্থ্যসাথীর অভিযোগ নিষ্পত্তিতে পৃথক ইউনিট তৈরি করবে রাজ্য