Wednesday, December 3, 2025

রাম-বাম অশুভ আঁতাত হয়েছে, স্বীকার করলেন বিমানও

Date:

Share post:

নন্দকুমার মডেল সমবায় নির্বাচন থেকে শুরু করে সাগরদিঘি উপনির্বাচন, সব ক্ষেত্রেই রাম-বাম আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। শুধুমাত্র শাসকের বিরোধিতা করতে গিয়ে নীতি-আদর্শকে বিসর্জন দিয়েছে সিপিএমের একটি অংশ। তাদের হাত ধরেই রাজ্যজুড়ে মাথাচাড়া দিচ্ছে অশুভ আঁতাত। বিষয়টি এবার পরোক্ষে স্বীকার করে নিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসুও।

বিধানসভায় সংখ্যার বিচারে আগেই শূন্য হয়েছে বামেরা। আর এই অশুভ আঁতাত যদি চলতে থাকে তাহলে মানুষের থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে সিপিএম। তাই এবার দলকে ও অশুভ আঁতাতের শ্রষ্টাদের সতর্ক করলেন বিমান বসু। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপির সঙ্গে হাত মেলাতে চাইলে ছাড়তে হবে সিপিএম। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ঠেকাতে “রাম-বাম” জোটে আগ্রহী দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন প্রবীণ সিপিএম নেতা বলেন, “আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা রাজনীতির রঙ্গমঞ্চে ঘোরাফেরা করতে পারব না। বিজেপি একটি চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দল। কোনওভাবেই তাদের সঙ্গে আঁতাত করা যাবে না। এরকম কাজ যারা করতে চায়, তারা যেন পার্টিতে না থেকে অন্য দলে চলে যায়।”

মাস কয়েক আগে শুধুমাত্র তৃণমূলকে আটকাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে জন্ম হয়েছিল অশুভ আঁতাতের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাম-বাম-কংগ্রেসের ”রামধনু জোট” জয় পেলেও প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিল সিপিএম। এরপর সাগরদিঘি উপনির্বাচনের পর অশুভ আঁতাত নিয়ে আরও সোচ্চার শাসক দল। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় ‘রাম-বাম’ জোট গঠনের চেষ্টা হতে পারে, আঁচ করেই বিমানবাবুর এই হুঁশিয়ারি বলে মনে করছেন রাজনৈতিক মহল।

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...