Thursday, November 13, 2025

নন্দকুমার মডেল সমবায় নির্বাচন থেকে শুরু করে সাগরদিঘি উপনির্বাচন, সব ক্ষেত্রেই রাম-বাম আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। শুধুমাত্র শাসকের বিরোধিতা করতে গিয়ে নীতি-আদর্শকে বিসর্জন দিয়েছে সিপিএমের একটি অংশ। তাদের হাত ধরেই রাজ্যজুড়ে মাথাচাড়া দিচ্ছে অশুভ আঁতাত। বিষয়টি এবার পরোক্ষে স্বীকার করে নিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসুও।

বিধানসভায় সংখ্যার বিচারে আগেই শূন্য হয়েছে বামেরা। আর এই অশুভ আঁতাত যদি চলতে থাকে তাহলে মানুষের থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে সিপিএম। তাই এবার দলকে ও অশুভ আঁতাতের শ্রষ্টাদের সতর্ক করলেন বিমান বসু। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপির সঙ্গে হাত মেলাতে চাইলে ছাড়তে হবে সিপিএম। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ঠেকাতে “রাম-বাম” জোটে আগ্রহী দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিলেন প্রবীণ সিপিএম নেতা বলেন, “আদর্শ জলাঞ্জলি দিয়ে আমরা রাজনীতির রঙ্গমঞ্চে ঘোরাফেরা করতে পারব না। বিজেপি একটি চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল দল। কোনওভাবেই তাদের সঙ্গে আঁতাত করা যাবে না। এরকম কাজ যারা করতে চায়, তারা যেন পার্টিতে না থেকে অন্য দলে চলে যায়।”

মাস কয়েক আগে শুধুমাত্র তৃণমূলকে আটকাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে জন্ম হয়েছিল অশুভ আঁতাতের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাম-বাম-কংগ্রেসের ”রামধনু জোট” জয় পেলেও প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিল সিপিএম। এরপর সাগরদিঘি উপনির্বাচনের পর অশুভ আঁতাত নিয়ে আরও সোচ্চার শাসক দল। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় ‘রাম-বাম’ জোট গঠনের চেষ্টা হতে পারে, আঁচ করেই বিমানবাবুর এই হুঁশিয়ারি বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version