Tuesday, August 26, 2025

সৌরজগতের (Planet) পাঁচ গ্রহকে এবার পরপর দেখতে পাওয়া যাবে আকাশে। বুধ (Mercury), শুক্র (Venus), মঙ্গল (Mars), বৃহস্পতি (Jupiter) ও ইউরেনাস (Uranas) গ্রহগুলোকে একত্রে ২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত সপ্তাহভর দেখা যাবে। কিন্তু সবচেয়ে বেশি পরিষ্কার এই দৃশ্য দেখা যাবে আগামী ২৮ মার্চ, মঙ্গলবার। সোমবার ও মঙ্গলবার সূর্যাস্তের পরই চাঁদের পাশাপাশি দেখা যাবে পাঁচ গ্রহকে। তবে মূলত তিনটি গ্রহ—বুধ, শুক্র ও বৃহস্পতিকে খালি চোখে দেখা গেলেও বাকি গ্রহদুটিকে দেখতে হলে দরকার পড়বে শক্তিশালী দূরবীন বা টেলিস্কোপ (Telescope)। সেক্ষেত্রে মঙ্গলকেও ইউরেনাসের (Uranus) থেকে উজ্জ্বল দেখাবে। তবে একসঙ্গে এত গ্রহের সংযোগ প্রায় বিরল ঘটনা বলা চলে।

জানা গিয়েছে, ভারতের যে কোনও জায়গা থেকে দেখা যাবে পাঁচ গ্রহকে। এই মহা সংযোগ সন্ধে সাড়ে ৭টার পর থেকে আকাশে দেখা যাবে। মঙ্গলবার সেটি আরও স্পষ্ট হবে। আকাশে মেঘ না থাকলে এই সংযোগ খালি চোখেই দেখতে পাওয়া যাবে। শুক্র এবং বৃহস্পতি দুটোই অত্যন্ত উজ্জ্বল গ্রহ। তাদের খালি চোখে দেখা যাবে।  বুধ দেখতে সমস্যা হলেও যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তাহলে খালি চোখেই দেখা যাবে। গ্রহগুলিকে আকাশে তারার মতো উজ্জ্বল মনে হবে। সেই সঙ্গে দেখা যাবে চাঁদকেও। কিন্তু গ্রহদের আলাদা কক্ষপথ, কক্ষপথের গতি, সূর্য থেকে দূরত্ব আলাদা আলাদা হওয়ার কারণে সূর্যকে প্রদক্ষিণ করতে ঠিক কোন সময়টাতে এরা একই সঙ্গে কাছাকাছি ধরা দেবে সেটা বলা অসম্ভব। কখনও এই সংযোগ হতে ৪০০ বছর পেরিয়ে যায়, তো কখনও আরও বেশি সময় লাগে। আর যখন সেই সংযোগ ঘটে সেই সময়টাকেই বিরলতম মুহূর্ত হিসেবে ধরেন বিজ্ঞানীরা। আর পাঁচ গ্রহের একসঙ্গে কাছাকাছি আসা ও একত্রে অবস্থান করাও তেমনই বিরল মহাজাগতিক ঘটনার মধ্যেই পড়ে।

উল্লেখ্য, এর আগে শুক্রের (Venus) অবস্থান নিয়ে তোলপাড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারির কথা মতোই, গত বৃহস্পতিবার সন্ধে হতেই কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জায়গা থেকে দেখা গিয়েছে সেই দৃশ্য। সূর্যাস্তের পরই দেখা যায়, একফালি চাঁদের ঠিক নিচে জ্বলজ্বল করছে এক আলোকবিন্দু। ওই উজ্জ্বল আলোকবস্তুটি আসলে শুক্র গ্রহ। এরপরই ধীরে ধীরে চাঁদ ও শুক্রের মধ্যে ব্যবধান বাড়তে শুরু করে। যার ফলেই তৈরি হয় এই আলো।

 

 

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version