Sunday, August 24, 2025

কৃষকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পথে নেমেছে পদ্ম শিবির। অথচ যাদের দাবিতে এই মিছিল, তাদের হাতেগোনা কয়েকজনের দেখা মিলেছে মিছিলে। কলেজ স্ক্যোয়ার চত্বর থেকে শুরু হওয়া মঙ্গলবারের বিজেপি কিষান মোর্চার মিছিল সুপার ফ্লপ। মিছিলের নেতৃত্বে ছিবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও  রাহুল সিনহা। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। বাংলার কৃষকদের বঞ্চনার অভিযোগ তুললেও, শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের চাপে বিজেপির কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। নরেন্দ্র মোদি বলেছিলেন ২০১৪ সালে কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু বাস্তব বলছে আট বছরেও তা হল না।

বঙ্গ বিজেপি শিবিরে যে গোষ্ঠীকোন্দল তীব্র, এদিনের মিছিলে ফের তা বেআব্রু হয়ে গিয়েছে।বঙ্গ বিজেপির যে নেতারা প্রতিনিয়ত রাজ্য সরকারের সমালোচনায় ব্যস্ত থাকেন, সেই দিলীপ-সুকান্তদের এদিনের মিছিলে দেখা যায়নি।বিজেপি কিষান মোর্চার এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘তুঘলকি, হিটলারি, স্বৈরচারী বিজেপি শাসনের আমলে শতাব্দীর সেরা কৃষক আন্দোলন কৃষকদের করতে হয়। শতাব্দীর সেরা এই আন্দোলনকে পুলিশ দিয়ে হঠিয়ে দেওয়া হয়। তৃণমূল নেতার পাল্টা বক্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার কৃষকদের আয় তিন গুণ হয়ে গিয়েছে। অথচ বিজেপি মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যাবে না।

 

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version