কিরঘিজস্তানকে হারিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট জয় ভারতের

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফেরার চেষ্টা করে কিরঘিজস্তান। তবে পাল্টা আক্রমণ চালায় ভারতীয় দল।

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হল ভারত। শেষ ম‍্যাচে মায়ানমারের পর কিরঘিজস্তানকে হারাল ভারত। এদিন কিরঘিজস্তানকে ২-০ গোলে হারায় সুনীল ছেত্রীরা। ভারতের হয়ে গোল সন্দেশ ঝিঙ্গান এবং সুনীল ছেত্রী। পর পর দুই ম‍্যাচে জয়ের ফলে ইম্ফলে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা জিতল ইগর স্টিমাচের দল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ইগর স্টিমাচের দল। ম‍্যাচে এদিন শুরু থেকেই প্রতিপক্ষের বক্সে আক্রমণ শুরু করে ভারত। দু’প্রান্ত ব্যবহার করে বারে বারে আক্রমণে ওঠে। যার ফলে ম‍্যাচের ৩৪ মিনিটে গোল পেয়ে যায় ভারতীয় দল। গোল করে ভারতকে এগিয়ে দেন সন্দেশ। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফেরার চেষ্টা করে কিরঘিজস্তান। তবে পাল্টা আক্রমণ চালায় ভারতীয় দল। ম‍্যাচের ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ভারত। বক্সের মধ্যে নাওরেমকে ফাউল করেন প্রতিপক্ষ ফুটবলার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করতে ভুল করেননি সুনীল।

আরও পড়ুন:কালীঘাটে পুজো দিলেন নাইট অধিনায়ক, ক্রীড়ামন্ত্রীকে নতুন জার্সি উপহার কেকেআরের


 

Previous articleজোড়া কর্মসূচি: সিঙ্গুর থেকে ফের বুধের ধর্নার ঘোষণা মমতার, অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে
Next articleবুধবার চণ্ডীগড় উড়ে যাচ্ছে কেকেআর, দলকে নেতৃত্ব দিতে তৈরি নীতিশ