Sunday, November 16, 2025

বুধবার চণ্ডীগড় উড়ে যাচ্ছে কেকেআর, দলকে নেতৃত্ব দিতে তৈরি নীতিশ

Date:

ঢাকে কাঠি পরে গিয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু আইপিএল। ১ এপ্রিল প্রথম ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। নতুন মরশুম, নতুন কোচ এবং নতুন অধিনায়ক। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সে কতটা নতুনত্ব দেখা যাবে, তা সময়ই বলবে। বুধবার দুপুরে আইপিএল অভিযান শুরু করতে চণ্ডীগড় রওনা হচ্ছে কেকেআর। শনিবার এপ্রিল পয়লায় মোহালিতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা। সাফল্য কামনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন নাইট অধিনায়ক নীতিশ রানা ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিন সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে অপশনাল প্র্যাকটিসে যাওয়ার আগে টিম হোটেলে সাংবাদিক সম্মেলন করেন নাইট অধিনায়ক এবং কোচ। দলের ভারতীয় কোচ-অধিনায়ক জুটি বুঝিয়ে দিলেন, তাঁরা নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নেতৃত্ব তাঁর কাছে বোঝা হয়ে দাঁড়াবে না, শুরুতেই বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী নীতিশ। তিনি বললেন, “আমি কাউকেই অনুসরণ করি না। নিজের মতো করে দলকে নেতৃত্ব দিতে চাই। কাউকে অনুসরণ করতে গেলে নিজস্বতা হারিয়ে ফেলব। আমি আমার মতো করে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি গৌতম গম্ভীর, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়রের নেতৃত্বে খেলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলার সুযোগ না হলেও কারও অজানা নয়, দাদা ভারতীয় ক্রিকেটকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। দাদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তবে আমার নিজস্ব একটা ধরন আছে। একটু অপেক্ষা করুন, মাঠেই দেখতে পাবেন। তবে নেতৃত্ব আমার কাছে নতুন নয়। গত কয়েক বছর ধরে আমি লিডারশিপ গ্রুপে রয়েছি। এবার আমাকে অধিনায়ক করা হয়েছে বলে বাড়তি চাপ নেব, এমন নয়। তাতে নিজের খেলা নষ্ট হবে।”

নাইটদের নতুন অধিনায়ক এটাও জানিয়ে দিলেন, শ্রেয়সকে চোটের কারণে পাওয়া না গেলেও কেকেআর দল হিসেবে বেশ ভাল জায়গায় রয়েছে।”

কোচ পণ্ডিত জানিয়ে দিলেন, নীতিশকে অধিনায়ক করার সিদ্ধান্ত তাঁর একার নয়। দলের সবাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছেন, নীতিশ নিজের সেরাটা দেবেন। নাইট কোচ গুরুত্ব দিচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়মকে। প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে নাইট কোচ বললেন, “চ্যালেঞ্জিং রুল। আমরা এটা নিয়ে ভাবনাচিন্তা করছি। কোচিং স্টাফ, অধিনায়ক সবাই মিলিতভাবে ম্যাচের দিন সিদ্ধান্ত নেব।”

শাকিব আল হাসান ও লিটন দাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পণ্ডিত। এই নিয়ে তিনি বলেন, “ওরা তো ক্রিকেটই খেলছে। এখানে এসে তো বাড়তি প্রস্তুতি নেওয়ার কিছু নেই।” নীতিশ মনে করছেন দলের অভিজ্ঞ ক্রিকেটাররা তাঁকে সাহায্য করবেন। তাতে নেতৃত্বের কাজটাও অনেক সহজ হয়ে যাবে। নাইট অধিনায়ক বলেন, “ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল—দিনের শেষে খেলাটা তো ক্রিকেট। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আন্দ্রে রাসেল প্রায় চারশোর কাছাকাছি টি-২০ খেলেছে। সুনীল নারিনও তাই। এত অভিজ্ঞ ক্রিকেটাররা যখন দলে আছে তখন আমার চিন্তার কী?”

আরও পড়ুন:কিরঘিজস্তানকে হারিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট জয় ভারতের


 

 

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version