Monday, August 25, 2025

“GST সমর্থন করা ভুল ছিল!” কেন্দ্রের ‘নন্দলাল’ সরকারকে তোপ দেগে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য থেকে GST-র নামে সব টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। রাজ্য ১ টাকাও পাচ্ছে না। সেই সময় GST-র বিষয়টি সমর্থন করা ভুল হয়েছে। রাজ্য বঞ্চিত হবে বুঝতে পারলে সমর্থন করতেন না। মঙ্গলবার, সিঙ্গুরে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “জিএসটি করার পর দিল্লি (Delhi) সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সবচেয়ে ভুল হয়েছিল ওটাকে সমর্থন করা। আমরা ভেবেছিলাম রাজ্যগুলোর ভাল হবে। কিন্তু এখন দেখছি ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে।” ফের ১০০দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রামোন্নয়ন ও PWD-র কাজ সব কাজ করবেন ১০০দিনের কাজের জবকার্ড হোল্ডাররা। এবার, বাজেটে বাংলার জন্য ১০০দিনের কাজের কোনও বরাদ্দ হয়নি। অথচ এই প্রকল্প বাংলা বেশ কয়েকবার পুরস্কার পেয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।

কেন্দ্র ও রাজ্য আলাদা আলাদা কর নিতে পারবে না। ‘এক দেশ এক কর’- চালু করে কেন্দ্র। বদলে ৫ বছর রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সময় কেন্দ্রের মোদি সরকারকে সমর্থন করেছিল তৃণমূল। কিন্তু সেই সমর্থন ভুল হয়েছিল বলে এখন মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিরুদ্ধে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তোপ দাগেন মমতা। ছড়া কেটে বলেন, “বাহবা নন্দলাল! ১১৫৯টাকার গ্যাসে ফোটে বিনাপয়সার চাল।“ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে বাংলার প্রতি কেন্দ্র বঞ্চনা করেছেন বলেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...