Tuesday, December 16, 2025

বঙ্গ সফরে রাষ্ট্রপতি! শহরজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে, কী করে অফিস পৌঁছবেন?

Date:

দুদিনের বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি। মঙ্গলবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সকালে বেলুড় মঠ যাবেন তিনি। তারপর রেসকোর্স থেকে কপ্টারে শান্তিনিকেতন যাওয়ার কথা রয়েছে তাঁর।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:শান্তিপূর্ণভাবে উৎসব পালনে রাজারহাট থানায় সর্বধর্ম সমন্বয় সভা
সোমবারের পর মঙ্গলবারও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তাই বাইরে বেরোনোর আগে একনজরে দেখে নিন শহরের কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল –

    • সকাল সাড়ে ৭টা-সকাল ৯টা ১০ মিনিট
      উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
      এই সময়ের মধ্যে অফিস যেতে হলে বা বাইরে বেরোতে হলে দক্ষিণমুখী রেড রোডের বিকল্প পথ মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড অথবা স্ট্র্যান্ড রোড। উত্তরমুখী রেড রোডের বিকল্প পথ জওহরলাল নেহরু রোড। উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড। দ্বিতীয় হুগলি সেতুর বিকল্প হিসাবে ব্যবহার করা হবে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ।

  • সকাল ৮টা ৪০ মিনিট-সকাল ১১টা ১৫ মিনিট

যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এজেসি বোস রোড, এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে।

এই সময় অফিসযাত্রীরা এজেসি বোস রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড (পশ্চিম দিক বরাবর)। এজেসি বোস উড়ালপুলের বদলে এজেসি বোস রোড ব্যবহার করা যাবে। মা উড়ালপুলের বিকল্প পথ পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করতে পারে

  • সকাল সাড়ে ১০টা-সাড়ে ১১টা

উত্তরমুখী খিদিরপুর রোড এবং দক্ষিণমুখী খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কী করবেন নিত্যযাত্রীরা? উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ শান্তিনিকেতনে পৌঁছবেন রাষ্ট্রপতি। কলকাতা থেকে কপ্টারে শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙার মাঠে নামবেন তিনি। দুপুর ৩টেয় আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে তাঁর। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তাঁর সফর ঘিরে শান্তিনিকেতনে সাজ সাজ রব।

 

 

Related articles

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...
Exit mobile version