শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চে মাছি তাড়াচ্ছেন বঙ্গ নেতারা

মহানগরে এ যেন মহাটক্কর।রাজ্যের প্রথম সারির প্রায় প্রতিটি রাজনৈতিক দলই আজ সকাল থেকে কলকাতার রাস্তায়। একদিকে যখন শহিদ মিনার চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , অন্যদিকে রেড রোডে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা শ্যামবাজারে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে অবস্থানে বিজেপি।মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে যখন ভিড় ক্রমেই বাড়ছে, তখন শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ রীতিমতো ফাঁকা। পথচলতি মানুষের কৌতূহলী চাহনি ছাড়া বিজেপির ধরনা মঞ্চ কার্যত ফাঁকা।

এদিনের ধরনা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী ধরনায় বসতে পারেন না। সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির অবস্থান মঞ্চ থেকে রাজ্য সরকার ও শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিনের বিজেপির মঞ্চ থেকে ধরনা নিয়ে কংগ্রেসকেও আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, “সব জায়গায় জেল বাড়ানো হচ্ছে। একটা পার্টিকেই জায়গা দেওয়া যাচ্ছে না। এদিকে কংগ্রেসের এক বড়নেতা যাবেন ভিতরে। কার কত বড় নেতা জেলে যাবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। দিল্লি-কলকাতাতে ধরনা চলছে। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে ধরনা চলছে। কিন্তু কেউ বাঁচাতে পারবে না।”

তিনি বলেন, টাকার বদলে চোখ দেখালে কোনও লাভ হবে না। টাকা নিলে হিসেবে দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়েছেন বাংলার দুর্নীতির কাছে টাকা আটকে রাখা হয়েছে। আমারও মোদিজির পাঠানো ২ লাখ ২৯ হাজার কোটি টাকার হিসেব চাই।

 

Previous articleপড়ুয়াদের হারিয়ে যাওয়া জীবনের স্মৃতি ফেরাল IB Fraternity
Next articleরাজরাজেশ্বরী মঠের বাসন্তী পুজোয় কুমারী পুজোর আয়োজন