Wednesday, November 12, 2025

ওয়াশিং মেশিন ভাজপা! ধর্নামঞ্চে ‘কালো’ কাপড় ‘সাদা’ করলেন মমতা

Date:

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, গণতন্ত্রের কণ্ঠরোধ সহ একাধিক অভিযোগ তুলে কলকাতার রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা যত বাড়ছে এই ধর্না মঞ্চে ভিড় বাড়ছে ততই। এই মঞ্চেই বিজেপির(BJP) বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তুলে ধরা হল ‘ভাজপা ওয়াশিং মেশিন'(BJP Washing Machine)। আর সেই মেশিনে কীভাবে কালো জিনিস সাদা হয় তা হাতে কলমে দেখালেন তৃণমূল(TMC) নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

বিজেপিকে তোপ দেগে বার বার তৃণমূল নেতাদের বলতে শোনা গিয়েছে, ‘বিজেপি বিরোধিতা করলেই সবার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে ইডি-সিবিআই। আর বিজেপিতে যোগ দিলেই তাঁরা হয়ে যাচ্ছে সাধু। তখন আর কোনও মামলা হচ্ছে না দলবদলুদের বিরুদ্ধে। বিজেপি যেন ওয়াশিং মেশিন।’ বুধবার ধর্নামঞ্চে বিজেপির সেই প্রতিকি ওয়াশিং মেশিন তুলে ধরেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা কাপড়ে মুড়ে ওয়াশিং মেশিন মঞ্চে তুলে আনেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেনরা। সাদা কাপড়ে ঢাকা এই ওয়াশিং মেশিনের কাপড় সরিয়ে মুখ্যমন্ত্রী কালো কাপড় ঢুকিয়ে দেন তার মধ্যে, অন্যদিক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় সাদা কাপড়। এরপর কালো থেকে সাদার এই অদলবদলের প্রতীক হিসেবে ফিরহাদ হাকিমকে দেখা যায় সম্পূর্ণ সাদা পোশাকে। এবং অরূপ বিশ্বাসকে দেখা যায় সম্পূর্ণ কালো পোশাকে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই পাশে বসে থাকতে দেখা যায় এই দুই মন্ত্রীকে। মঞ্চে “ওয়াশিং মেশিন ভাজপা…” গান গাইতেও দেখা যায় তৃণমূল নেত্রীকে। তাঁকে সঙ্গ দেন দলের বাকি নেতা নেত্রীরা।

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version