Thursday, August 28, 2025

এর আগে ভাঙা পা নিয়েই দলের কাজে হলদিয়ায় যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পায়ে অস্ত্রোপচারের পরেও কালীঘাটের তৃণমূলের বৈঠকে যোগ দেন তিনি। বৃহস্পতিবার সকালে হুইল চেয়ারেই রেড রোডের ধর্না মঞ্চে হাজির হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁকে দেখতে পেয়ে উঠে এসে উৎসাহ দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

উঠে এসে কুণালের স্বাস্থ্যের খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরাও এসে কথা বলেন তৃণমূল মুখপাত্রর সঙ্গে। সকলেই কুণালকে মঞ্চে উঠে বসার জন্য বলেন। কিন্তু ভাঙা পা নিয়ে দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা নিয়ে চিকিৎসকদের কিছু বিধি নিষেধ রয়েছে। ফলে মঞ্চে গিয়ে বসতে না পারলেও হুইলচেয়ারে বসেই নেত্রীর এই লড়াইয়ে নিজেকে মিশিয়ে দেন। মূল মঞ্চের বাঁ দিকের টেন্টে উপস্থিত দলের কর্মী – সমর্থকরাও কুণালকে দেখে শুভেচ্ছা জানান। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। “আবার মাঠে নামতে হবে”।

বুধবার থেকে ধর্না শুরু করলেও ভিড়ের কারণে প্রথমদিন যেতে পারেননি কুণাল। একই কারণে উপস্থিত হতে পারেননি শহিদ মিনারে ছাত্র-যুব সমাবেশেও, যেখানে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন হুইল চেয়ারে করে হলেও নেত্রীর ধর্না মঞ্চে কিছুক্ষণের জন্য হলেও যেতে পেরে কুণাল নিজেও যথেষ্টই উৎসাহিত। ফুটবল পাগল কুণালের খেলতে গিয়েই পা ভাঙে কিছুদিন আগে। অস্ত্রোপচারের পর ডাক্তারের নির্দেশে এখন চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। তবে দলের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। এদিনও তাই ভাঙা পা নিয়েই ছুঁয়ে গেলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version