Monday, November 10, 2025

ত্রিপুরা বিধানসভায় কী কাণ্ড ! অশা*লীন ছবিতে মজে বিজেপি বিধায়ক

Date:

বিধানসভায় বিড়ম্বনা, মুঠোফোনে মন ডুবেছে বিধায়কের। তবে নজরে নীল ছবি। এবার ভাইরাল বিজেপির যাদবলাল (Yadavlal Nath)। রামনবমীতে বিজেপি বিধায়কের (BJP MLA) এহেন কাণ্ড প্রকাশ্যে আসতেই ছি ছি পড়ে গেছে। ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) বসে নীল ছবিতে মগ্ন বিজেপি বিধায়ক। এই দৃশ্য লেন্সবন্দি হতে বেশি সময় নেয়নি। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ (Yadavlal Nath) যেভাবে অধিবেশন কক্ষে পর্ন ছবি দেখতে ব্যস্ত তাতে সুস্থ সংস্কৃতির বুলি আওড়ানো পদ্ম শিবিরের নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধানসভা অধিবেশন কক্ষে রাজ্যের বড় বড় সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ সেখানে চূড়ান্ত ক্যাজুয়াল বিজেপি বিধায়ক ! শুধু তাই নয় একমনে ফোনের দিকে চোখ আটকে গেছে তাঁর। কারণ কী? ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ তখন নীল ছবি দেখতে ব্যস্ত। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এই নিয়ে অভিযুক্ত বিধায়কের কোনও মন্তব্য না পাওয়া গেলেও সূত্রের খবর বিজেপির উপর মহল থেকে তাঁর কাছে জবাবদিহিচাওয়া হয়েছে।

উল্লেখ্য আগে সিপিএম দলের সক্রিয় কর্মী হলেও ২০১৮ সালে যাদবলাল বিজেপিতে যোগ দেন। যদিও সেবারে লাল দলের বিরুদ্ধে জয়লাভ করতে পারেননি বিজেপির এই ‘লাল’। তবে ২০২৩-এর বিধানসভা ভোটে বিজেপির প্রতীকে বাগবাসা থেকে জয়লাভ করেন তিনি। বিধানসভায় নীল ছবি দেখার অভিযোগ বিজেপি বিধায়কদের ক্ষেত্রে আগেও ঘটেছে।২০১২ সালে কর্নাটকের বিজেপি সরকারের দুই মন্ত্রী তর্কবিতর্কে অংশ নেওয়ার কাজ না করে নীলছবি দেখতে গিয়ে ধরা পড়েন। তখন অভিযুক্ত মন্ত্রী লক্ষ্মণ সাভাদি দাবি করেছিলেন, মনোরঞ্জন নয় বরং তিনি শিক্ষা সংক্রান্ত কারণে ওই ভিডিয়ো দেখছিলেন। তাঁর জুড়িদার ছিলেন সিসি পাটিল। এবার কাঠগড়ায় যাদবলাল। এখন ভারতীয় জনতা পার্টি কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 

Related articles

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ নাম কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version