Friday, January 30, 2026

‘আমি আত্মসমর্পণ করব না’: ভিডিও বার্তায় জানালেন অমৃতপাল

Date:

Share post:

পাঞ্জাব-হরিয়ানা পুলিশকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং।কখনও পাঞ্জাব তো কখনও হরিয়ানা, আবার মাঝেমধ্যে তাঁকে নিউ দিল্লিতেও দেখা যাচ্ছে। কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কেউই তাঁকে ধরতে পারছেন না। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ইউটিউবে লাইভ ভিডিও বার্তা পোস্ট করলেন খলিস্তানি নেতা। জানালেন, ‘আমি পলাতক নয়, খুব তাড়াতাড়িই সবার সামনে আসব।’

আরও পড়ুন:আকাশি জামা , নেভি ব্লু ট্রাউজার্স , মাথায় ছাতা! পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!

ঠিক কী বললেন অমৃতপাল?
‘আমি পলাতক নই, কোথাও পালিয়ে যাইনি। আমি বিদ্রোহী। আমি আত্মসমর্পণ করব না। কিন্তু খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসব। আমি সরকারকে ভয় পাই না, তারা যা খুশি করতে পারে। আমি মরতেও ভয় পাই না।’পাশাপাশি পরিবারের উদ্দেশে তিনি বলেন, “কন্টকাকীর্ন পথে হাঁটছি আমি। তাঁরা যেন ধৈর্য্য না হারান।”
তবে এই প্রথমবার নয়, এর আগেও ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। সেখানে তিনি দাবি করেন, ঈশ্বরের আশীর্বাদেই তিনি পালাতে পেরেছেন। লাইভ চলাকালীন হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যে ভাবে সরকার আমার সহযোগীদের গ্রেফতার করে জেলে ঢোকাচ্ছে, তা ঠিক হচ্ছে না। গোটা খালসা সম্প্রদায়ের এখন এক হয়ে স্বাধীন পাঞ্জাবের পক্ষে জনমত গঠন করা উচিত।” যে ইউটিউব চ্যানেল থেকে অমৃতপাল লাইভ ভিডিয়োয় এসেছিলেন, কিছু সময় পরেই সেটিকে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়।

গত ১১ দিন ধরে পলাতক রয়েছেন অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপালপ্রীত সিংহ। নাগালে পেয়েও তাঁদের ধরতে পারেনি পুলিশ। বার বার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন খলিস্তানি নেতা।প্রশ্ন এখন একটাই, কোথায় রয়েছেন অমৃতপাল ?

 

 

spot_img

Related articles

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...