Sunday, January 18, 2026

‘আমি আত্মসমর্পণ করব না’: ভিডিও বার্তায় জানালেন অমৃতপাল

Date:

Share post:

পাঞ্জাব-হরিয়ানা পুলিশকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং।কখনও পাঞ্জাব তো কখনও হরিয়ানা, আবার মাঝেমধ্যে তাঁকে নিউ দিল্লিতেও দেখা যাচ্ছে। কিন্তু রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কেউই তাঁকে ধরতে পারছেন না। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ইউটিউবে লাইভ ভিডিও বার্তা পোস্ট করলেন খলিস্তানি নেতা। জানালেন, ‘আমি পলাতক নয়, খুব তাড়াতাড়িই সবার সামনে আসব।’

আরও পড়ুন:আকাশি জামা , নেভি ব্লু ট্রাউজার্স , মাথায় ছাতা! পুলিশের চোখে ধুলো দিয়ে ফের পালালেন অমৃতপাল!

ঠিক কী বললেন অমৃতপাল?
‘আমি পলাতক নই, কোথাও পালিয়ে যাইনি। আমি বিদ্রোহী। আমি আত্মসমর্পণ করব না। কিন্তু খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসব। আমি সরকারকে ভয় পাই না, তারা যা খুশি করতে পারে। আমি মরতেও ভয় পাই না।’পাশাপাশি পরিবারের উদ্দেশে তিনি বলেন, “কন্টকাকীর্ন পথে হাঁটছি আমি। তাঁরা যেন ধৈর্য্য না হারান।”
তবে এই প্রথমবার নয়, এর আগেও ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। সেখানে তিনি দাবি করেন, ঈশ্বরের আশীর্বাদেই তিনি পালাতে পেরেছেন। লাইভ চলাকালীন হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যে ভাবে সরকার আমার সহযোগীদের গ্রেফতার করে জেলে ঢোকাচ্ছে, তা ঠিক হচ্ছে না। গোটা খালসা সম্প্রদায়ের এখন এক হয়ে স্বাধীন পাঞ্জাবের পক্ষে জনমত গঠন করা উচিত।” যে ইউটিউব চ্যানেল থেকে অমৃতপাল লাইভ ভিডিয়োয় এসেছিলেন, কিছু সময় পরেই সেটিকে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়।

গত ১১ দিন ধরে পলাতক রয়েছেন অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপালপ্রীত সিংহ। নাগালে পেয়েও তাঁদের ধরতে পারেনি পুলিশ। বার বার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হচ্ছেন খলিস্তানি নেতা।প্রশ্ন এখন একটাই, কোথায় রয়েছেন অমৃতপাল ?

 

 

spot_img

Related articles

শাহর মূর্তি ভাঙায় মোদির প্রায়শ্চিত্ত? বিদ্যাসাগরের ছবি উপহারে ‘উপরসা’ কটাক্ষ তৃণমূলের

কলকাতায় রোড শো করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিলেন অমিত শাহ ও তাঁর অনুগামীরা। কাকতালীয়ভাবে তখনও একটা নির্বাচন...

কলকাতা হাই কোর্টে এবার মিট্টি ক্যাফে, উদ্বোধনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বিচারালয়ের অলিন্দে এবার কফির সুবাসের সঙ্গে মিশে গেল মানবিকতার ছোঁয়া। রবিবার দুপুরে কলকাতা হাই কোর্টের ‘ই’ গেট চত্বরে...

সভা করলেন মোদি: দিনভর সিঙ্গুর, হুগলির মানুষ চরম ভোগান্তিতে

সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার জন্য বাংলার মানুষের ভোগান্তি হবে না, তা যে হওয়ারই...

রবিবার বেলডাঙায় ইউসুফ: দেখা করলেন মৃত আলাউদ্দিনের পরিবারের সঙ্গে

ঝাড়খণ্ডে হিংসার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুজাপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখকে বাংলা বিদ্বেষীদের হাতে খুন হতে হয় (Migrant...