‘মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না’, বর্তমান পর্ষদ সভাপতিকে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না’, প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে এমনই পরামর্শ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে। আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয়না। অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই !

বর্তমান সভাপতি গৌতম পাল আশ্বাস দিয়েছেন, ৩০ এপ্রিলের মধ্যে ২০১৪ র পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন।
২০১৪ সালের টেটের শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় শুক্রবার আদালতে হাজিরা দেন পর্ষদ সভাপতি।
বুধবারই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সম্পর্কে বলেছিলেন, “নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস রয়েছে মানিক ভট্টাচার্যের।’’ মানিককে জেরা করার বিষয়ে সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করে তিনি।