আজ থেকে দাম বাড়লো ORS, প্যারাসিটামল সহ বহু জীবনদায়ী ওষুধের

আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে দাম বাড়লো জীবনদায়ী ওষুধের দাম। এই ওষুধের তালিকা মধ্যে রয়েছে ব্যথানাশক, জ্বর, ইনফেকশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, রক্তাল্পতা অ্যান্টিবায়োটিক প্রভৃতি। গত সোমবার কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এক এপ্রিল থেকে ওষুধের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। সেই নির্দেশনামা কার্যকর হচ্ছে আজ অর্থাৎ শনিবার থেকে।

জানা গিয়েছে, দামের নিয়ন্ত্রণের মধ্যে থাকা ৯০০-র বেশি অপরিহার্য ওষুধের দাম ১২ শতাংশ বাড়ছে। আর দামের নিয়ন্ত্রণের বাইরে থাকা ওষুধগুলি ক্ষেত্রে বাড়ছে ১০ শতাংশ। গত বছরও দাম বেড়েছিল ১-২ শতাংশ। কিন্তু এবার সেটা একলাফে বাড়ছে ১২ শতাংশ। সংস্কার তরফে দাবি করা হয়েছে আদতে ওষুধের হোলসেল প্রাইস ইনডেক্স বেড়েছে। তার প্রভাবেই ওষুধের দাম বাড়তে চলেছে। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই জরুরি তালিকাভুক্ত বা ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল মেডিসিনস-এর তালিকায় থাকা ওষুধগুলির দাম বাড়তে চলেছে।

Previous articleইডেনের ম‍্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে, নতুন রূপে কর্পোরেট বক্স, মিডিয়া সেন্টার
Next article“টেস্ট টিউব বেবিরও বাবা-মা থাকে, তারা অ*বৈধ নয়”, চিকিৎসকদের নিশানায় শতরূপ