Monday, May 5, 2025

শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হল রবিবার। ইস্টবেঙ্গলের শহর হিসেবে পরিচিত উত্তরবঙ্গের শিলিগুড়ি। আর এই শহরেই মোহনবাগান ক্লাবের নামে রাস্তার উদ্বোধন হল রবিবার। শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন এয়ারভিউ মোড় থেকে যে রাস্তা নিরঞ্জন ঘাটের দিকে নামে, সেই রাস্তা ধরে সূর্য সেন পার্ক পর্যন্ত রোডের নাম রাখা হল ‘মোহনবাগান অ্যাভিনিউ’। ফলক উন্মোচন করে রাস্তার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের ফুটবলার লিস্টন কোলাসো। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ আরও অনেকে। ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য-সহ কর্মসমিতির ১৭ জন সদস্য।

 

মোহনবাগান অ্যাভিনিউয়ের উদ্বোধনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকরা। রবিবার সকালে হিলকার্ট রোড থেকে মিছিল করে তাঁরা পৌঁছন মোহনবাগান অ্যাভিনিউয়ে। সবুজ-মেরুন পতাকা দিয়ে সাজিয়ে তোলেন গোটা এলাকা। ফলক উদ্বোধনের পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবকে খোঁচা দিয়ে বলেন, ‘‘প্রথম যেটা হয়, সেটাই সবাই মনে রাখে। এরপর অনেক কিছুই হবে। কিন্তু মোহনবাগান অ্যাভিনিউ সবাই মনে রাখবে। পশ্চিমবঙ্গে এমনটা কখনও হয়নি। এটা একটা ঐতিহাসিক কাজ।” তবে মেয়র গৌতম দেব বললেন, “এরপর এখানে ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে। ওরাও আমাদের প্রস্তাব দিয়েছে। মোহনবাগানের পাশে ইস্টবেঙ্গল না দৌড়লে লড়াই তো জমবে না।”

আরও পড়ুন:জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু রাজস্থানের

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version