ঝড়-বৃষ্টি কাটিয়ে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল হাওয়া অফিস

ঝড়-বৃষ্টি কাটিয়ে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন। রবিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সঙ্গে বাড়বে দিন-রাতের তাপমাত্রা। সোমবার থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ। আগামী তিন-চারদিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

রবিবার প্রায় সারাদিনই শহরের আকাশ ছিল আংশিক মেঘলা। দক্ষিণের দু’একটি জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর এসেছে। সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিংয়ে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে বলে জানা গিয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এর জেরে এ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।

আরও পড়ুন- রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অনুরাগের মন্তব্যকে উড়িয়ে দিলেন কুণাল

Previous articleমোহনবাগান ক্লাবের নামে রাস্তা উদ্বোধন হল শিলিগুড়িতে
Next articleসরকার কঠোর পদক্ষেপ করছে, দুষ্কৃতীরা উচিত শিক্ষা পাবে: কড়া বার্তা রাজ্যপালের