আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দু বছর আগে। ফের পাকিস্তান দলে ফিরতে চলেছেন মোহাম্মদ আমির! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক নির্বাচকের সঙ্গে এই বিষয়ে তাঁর কথাও হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যম। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে আমিরকে কথা বলায় সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৩০ বছর বয়সী আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ২০২০ সালের ডিসেম্বরে। কারণ হিসেবে তখনকার বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তী সময় জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে গেলে আবার জাতীয় দলে ফিরতে পারেন।
এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কোনও দায়িত্বে নেই ওই তিনজন। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আমিরের পাকিস্তান দলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা।
