Thursday, December 4, 2025

নিয়োগ দু.র্নীতিতে গেরুয়া-যোগ, অয়নের একাধিক ফ্ল্যাটে বিনা ভাড়ায় থাকতেন বিজেপি নেতারা!  

Date:

Share post:

সুমন করাতি, 

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে আপাতত জেল হেফাজতে অয়ন শীল (Ayan Seal)। তাঁর সঙ্গে শাসকদলের যোগ প্রমাণে উঠেপড়ে লেগেছে বিরোধীরা। কিন্তু নিজেদের পাতা ফাঁদেই এবার পড়ল গেরুয়া শিবির। সামনে এলো বিজেপির (BJP) সঙ্গে অয়ন শীলের সক্ষ্যতার প্রমাণ। নিয়োগ দুর্নীতিতে ED-র হাতে ধৃত হওয়া ওই ব্যক্তির আবাসনকে ভোটের কাজে ব্যবহার করেছিল বিজেপি। কিন্তু তার জন্য কোনও আর্থিক লেনদেন হয়নি।

অভিযোগ, ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় অয়নের আবাসনের একাধিক ফ্ল্যাটে ‘পরিযায়ী‘ বিজেপি নেতারা এসে ছিলেন। সেখান থেকেই তাঁরা ভোট পরিচালনা করেন। কিন্তু সেই বাবদ কোনও ভাড়া মেটানো হয়নি। কারণ, অয়নের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের ‘সুসম্পর্ক‘ ছিল। এই অভিযোগ স্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতা সুবীর নাগ (Subir Nag)। সেই সময় তিনিই ছিলেন জেলা সভাপতি ছিলেন। তিনি বলেন, ‘‘অয়ন শীল আমার পূর্ব পরিচিত। ভোটের সময় উনিই প্রস্তাব দিয়েছিলেন যে, ফ্ল্যাটগুলি যেন আমরা ব্যবহার করি। তাই কেন্দ্রীয় নেতৃত্বদের সেখান রাখা হয়েছিল। সেখানে অনেকেই যাতায়ত করতেন। তবে ভাড়া মেটানো হয়েছিল কি না, সে সব কথা এখন আর মনে নেই।‘‘ তবে, এরপরে সুবীরের সতর্ক ফুটনোট- ‘‘অয়নের কোনও কাজের সঙ্গে আমি জড়িত নই।‘‘

এলাকারই এক প্রবীণ বিজেপি কর্মী বলেন, ‘‘অনেক রাতেই নেতাদের সঙ্গে অয়নকে দীর্ঘসময় কাটাতে দেখেছি। কিন্তু বড় নেতারা যা অনুমোদন করতেন তা নিয়ে কর্মীদের কথা বলার সুযোগ কোথায়?‘‘ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের (Asit Mahumder) অভিযোগ, লোকসভা ভোটের সময় কুলদীপ সিং-সহ বিজেপি নেতৃত্ব অয়নের বাড়িতে থেকে ভোটের কাজকর্ম করতেন। বিজেপির সঙ্গে অয়নের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল আর আছেও। নিয়োগ দুর্নীতির ঘটনায় বিজেপি দলের সরাসরি যোগ রয়েছে বিজেপি আর সিপিএমের মদতেই অয়ন কাজ চালাত বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সরাসরি বিজেপির যোগ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে গেরুয়া শিবির।

 

 

 

spot_img

Related articles

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার...