ফের বিতর্কে টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধেই মানসিক হেনস্থার অভিযোগ তুললেন তিনি। এমনকী বিষয়টি নিয়ে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

রাজ্য যখন এক শিবপুরের ঘটনা নিয়ে তোলপাড়। তখন সেই ‘শিবপুর’ নিয়েই তোলপাড় টলিপাড়া। তবে, এটা কোনও জায়গা নয়, অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকারের যৌথ প্রযোজিত অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) পরিচালিত ছবি। মুক্তি পাওয়ার কথা আগামী মে মাসে। কিন্তু তার আগেই প্রযোজক সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছবির নায়িকা স্বস্তিকার। ইম্পার কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) জানান, অভিনেত্রীর অভিযোগ, ছবির জন্য প্রাথমিক ভাবে কিছু টাকা দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু পর থেকেই স্বস্তিকাকে মানসিকভাবে নিগ্রহ করা হয়। তাঁর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে আদালতে কোনও মামলা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পিয়া। কারণ, সেটা হলে ইম্পা (EIMPA) কিছু করতে পারবে না। না হলে দুপক্ষকে বসিয়ে আলোচনা করা হবে।
‘শিবপুর’ ছবিতে স্বস্তিকার সঙ্গে রয়েছেন মমতা শংকর, পরমব্রত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়। ছবির শুটিং হয়েছে গত জুলাই মাসে। স্বস্তিকার অভিযোগ প্রসঙ্গে সরাসরি কিছু বলতে না চাইলেও, টলিপাড়ার গুঞ্জন তাঁর উস্কানিতেই এই অভিযোগ দায়ের নায়িকার। তবে, যে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের মতে, তারা নির্দোষ।
