Sunday, May 4, 2025

চলতি আইপিএল-এ নাকি খেলবেন না শাকিব আল হাসান। এমনটাই খবর বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের। তাদের প্রতিবেদনে বলা হয়েছে শাকিবকে আইপিএলে না খেলার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেই। আর তাতে নাকি রাজি হয়েগিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইতিমধ্যে আইপিএল-এ একটি ম‍্যাচ খেলে ফেলেছ কেকেআর।

এত দিন ধরে শাকিব এবং লিটন দাসকে দ্রুত পাওয়ার জন্যে সব রকম চেষ্টা চলছিল কেকেআর। বার বার কথা বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। কিন্তু বিসিবি কর্তারা কিছুতেই শাকিব এবং লিটন দাসকে ছাড়তে রাজি হচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দলে রয়েছেন তারা। এরপর শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই দলে রয়েছেন শাকিব এবং লিটন। যা শুরু হবে আগামী ৯ মে থেকে, চলবে আগামী ১৪ মে পর্যন্ত। সেই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ মেরেকেটে আড়াই থেকে তিন সপ্তাহের বেশি শাকিব এবং লিটনদের পাবে না কেকেআর। সেই পরিস্থিতিতে শাকিবের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে কেকেআর দলে নিতে চাইছে বলে ওই বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকেই নয়, শেষের দিকেও শাকিবকে পাওয়া যাবে না। বাংলাদেশ তখন আয়ারল্যান্ডে যাবে একদিনের সিরিজ খেলতে। সেটি ৯-১৪ মে। ফলে শুরু মতন শেষের দিকে অন্তত পাঁচ-ছ’টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। সে কারণেই কলকাতার তরফে শাকিবকে অনুরোধ করে বলা হয়েছে, তিনি যদি আইপিএলে না খেলেন তা হলে পরিবর্ত হিসাবে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। আর তাদের দাবি, শাকিব তাতে রাজি হয়ে গিয়েছেন। তিনিও কলকাতাকে অস্বস্তিতে ফেলতে চাইছেন না। দীর্ঘ দিনের সুসম্পর্ক থাকার কারণেই তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে খবর। সেই সংবাদমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়, সেই একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য রাজি হননি। ফলে লিটনের বদলে আরও একটি বিদেশি ক্রিকেটার নেওয়ার সম্ভাবনা এখন কম। যদিও এই ব‍্যাপারে শাকিব বা কেকেআর কোন পক্ষই মুখ খোলেননি।

আরও পড়ুন:লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

 

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version